জুয়েল রানার পরিবারকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান
নতুন পয়গাম, জঙ্গিপুর: কথা দিয়ে কথা রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মঙ্গলবার নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। আজ বুধবার তিনি সুতির বিএলআরও (BLRO) অফিসে কাজে যোগ দেবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান মুর্শিদাবাদের সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানা। ঘটনার পর রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। জুয়েল রানার অকাল প্রয়াণের পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অতিরিক্ত আর্থিক সাহায্য দেন এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন। মঙ্গলবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় জুয়েল রানার পরিবার স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পদক্ষেপ শোকাহত পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।








