রাতভর হাতির তাণ্ডবে লন্ডভন্ড সোনামুখীর নারায়ণসুন্দরী
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের নারায়ণসুন্দরী গ্রামে রাতভর হাতির তাণ্ডবে চরম আতঙ্ক ছড়াল। লোকালয়ে ঢুকে একের পর এক বসতবাড়ি ভাঙচুরের পাশাপাশি আলুর জমি লন্ডভন্ড করে দেয় হাতির দল। ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই সোনামুখীর জঙ্গলে একাধিক হাতির অবস্থান ছিল। গতকাল রাত আনুমানিক একটার সময় তিনটি হাতির একটি দল জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে নারায়ণসুন্দরী গ্রামে। সেখানে পরপর তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় হাতিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই তিনটি পরিবারের সদস্যরা।
পরে গ্রাম ছেড়ে যাওয়ার সময় পাশেই থাকা বিস্তীর্ণ আলুর জমিতে তাণ্ডব চালায় হাতির দল। কৃষকদের দাবি, আর কয়েকদিনের মধ্যেই আলু তোলার প্রস্তুতি ছিল। কিন্তু তার আগেই সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। কীভাবে সংসার চলবে এবং আগামী চাষ কীভাবে করবেন, তা নিয়েই চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। বাড়িঘর ভাঙচুর হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিও গভীর উদ্বেগে রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, বনদপ্তর হাতির গতিবিধি নিয়ন্ত্রণে ব্যর্থ। জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ক্ষয়ক্ষতির দায় বনদপ্তরের ওপর চাপিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বন আধিকারিকরা মন্তব্য করতে চাননি।








