নাবালিকা বিবাহ রুখে দিল কুলতলী থানার পুলিশ
নতুন পয়গাম, হাসান লস্কর, সুন্দরবন: জাঁকজমকপূর্ণ বিবাহের আসর থেকে নাবালিকাকে উদ্ধার করে বিয়ে রুখে দিল কুলতলী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল কুলতলি থানার অন্তর্গত কুন্ডখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলা গ্রামে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামে নাবালিকা কনের সঙ্গে বিবাহের অনুষ্ঠান চলছিল। অভিযান চালিয়ে নাবালিকা কনে, বর ও যাত্রীসহ মোট আট জনকে উদ্ধার করে কুলতলী থানায় নিয়ে আসা হয়। আজ তাদের বারুইপুর আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কীর্তনখোলা গ্রামের পরিবার পক্ষের দাবি, তারা অত্যন্ত গরিব হওয়ায় অল্প বয়সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন। পরিবারের সদস্যদের বক্তব্য, এমন আইনি জটিলতা ও বিপদের মুখে পড়তে হবে তা তারা জানতেন না। তাদের দাবি, বিষয়টি আগে জানা থাকলে কখনও এই সিদ্ধান্ত নিতেন না। পুলিশ জানায়, শুধু বর-কনেই নয়, এই বিবাহের সঙ্গে যুক্ত সহযোগী ও আয়োজনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য কুলতলী থানায় আনা হয়েছে। নাবালিকা বিবাহ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে কুলতলী থানার পক্ষ থেকে জানানো হয়েছে।








