১২ বছর পর জাঁকিয়ে শীত, কুয়াশা-ঠান্ডায় কাঁপছে হুগলি
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: দীর্ঘ ১২ বছর পর যেন প্রকৃত শীতের স্বাদ পাচ্ছেন হুগলিবাসী। জানুয়ারি মাস পড়লেও এতদিন উল্লেখযোগ্য ঠান্ডা না পড়ায় মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে উত্তুরে হাওয়ার দাপটে সেই আশঙ্কা কেটে গেছে। তাপমাত্রা দ্রুত নিম্নমুখী হওয়ায় জেলাজুড়ে শীতের আমেজ স্পষ্ট। মঙ্গলবার সকালেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার কারণে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। জরুরি কাজে বের হওয়া মানুষজনকে গরম পোশাক জড়িয়ে চলাচল করতে দেখা যায়।
শীতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে চায়ের দোকানগুলিতে। সকাল থেকেই সেখানে ভিড় জমাচ্ছেন মানুষজন। ঘনঘন চায়ে চুমুক দিয়ে শরীর গরম রাখার পাশাপাশি বিভিন্ন এলাকায় দল বেঁধে আগুন পোহাতেও দেখা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার হুগলি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে হালকা থেকে মাঝারি বাতাস থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। আগামী কয়েকদিন এই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।








