রামপুরহাট মেডিকেলে সোনালি খাতুনকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
নতুন পয়গাম, রামপুরহাট: দেশের মাটিতে জন্ম নিল সোনালি খাতুনের সন্তান। রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে সোনালি খাতুনের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্যোজাত পুত্রসন্তানের জন্য সোনালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সোনালির অনুরোধে নবজাতকের নাম ‘আপন’ রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময় সাংবাদিকদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হতে হয়েছে গর্ভবতী সোনালি খাতুনকে। গর্ভাবস্থায় সোনালির উপর মানসিক আঘাত ও অমানবিক অত্যাচার চালানো হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। সোনালি ও তাঁর মায়ের কাছ থেকে শোনা অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমের বাসিন্দা সোনালি খাতুনরা দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান। দিল্লি পুলিশ সোনালি খাতুনের পরিবারকে বাংলাদেশি সন্দেহে আটক করে এবং পরে বিএসএফ জোরপূর্বক সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বৈধ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তাদের প্রতি এই অন্যায্য আচরণ করা হয়। তারপর বহু জটিলতা মাড়িয়ে বাংলাদেশের জেল থেকে মুক্ত করে গর্ভবতী সোনালি খাতুনকে দেশে ফেরানো হয়। নিজ দেশে সন্তানের জন্ম দিতে পেরে সোনালি আজ খুব খুশি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, বাঙালির প্রতি বিজেপির এই দ্বিচারিতার উপযুক্ত জবাব বাংলার মানুষ দেবে। বিজেপির সময় ক্রমশ ঘনিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।








