ধূপগুড়িতে গৃহস্থের বাড়িতে চুরি, আতঙ্কে এলাকাবাসী
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়ি শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার দুপুরে শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির মালিক জগদীশ অধিকারী দুপুরে বাজারে নিজের দোকানে ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী কাজে বাইরে ছিলেন এবং বোন স্কুলে শিক্ষকতা করতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পাশের সুপারি ও নারকেল গাছ বেয়ে উঠে জানলা ভেঙে ঘরের ভিতরে ঢোকে। অভিযোগ, ঘরের আলমারি থেকে প্রায় পাঁচ ভরি সোনা নিয়ে চম্পট দেয় চোরেরা।
দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে জগদীশ অধিকারী জানান, তাঁর বোন স্কুলশিক্ষক হওয়ায় বাড়িতে কিছু পরিমাণ সোনা রাখা ছিল, যা চোরেরা নিয়ে গেছে। তবে বাড়িতে কোনও নগদ অর্থ ছিল না বলেও তিনি জানান। ফের চুরির ঘটনায় বর্মনপাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীরা রাতের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।








