খেলার ময়দান থেকে বিজেপিকে শূন্য করার ডাক তৃণমূল নেতার
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: রাজনীতির ময়দান আর খেলার ময়দান – এই দুইয়ের যোগসূত্র বহুদিন আগেই বাংলা শব্দভাণ্ডারে পাকাপাকি জায়গা করে নিয়েছে। মহাকাব্যের পাশা খেলা থেকে শুরু করে আধুনিক যুগের ফুটবল ও ক্রিকেট – সব ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের সরব উপস্থিতি চোখে পড়ে। যদিও বর্তমান প্রজন্মের একাংশ এখন মাঠের খেলাধুলার চেয়ে মোবাইল গেমে বেশি পারদর্শী, তবুও আজও এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা প্রাণপণে চেষ্টা করে চলেছেন যেন খেলাধুলা জীবন থেকে হারিয়ে না যায়। এই উদ্যোগ কেবল ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নয়, রাজনৈতিক স্তরেও তা গুরুত্ব পাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমপি কাপ থেকে শুরু করে পঞ্চায়েত স্তরে মেম্বার কাপ এবং বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে রাজ্যের নানা প্রান্তে খেলাধুলার আয়োজন করে চলেছে।
এই ধারাবাহিকতারই অংশ হিসেবে বাঁকুড়া সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জীর উদ্যোগে গঙ্গাজলঘাটি ব্লকের রাজমাধবপুরে অনুষ্ঠিত হল আইএনটিটিইউসি কাপের চূড়ান্ত প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গুডুরবাইদ বন্ধু একাদশ ও শালতোড়া ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। শেষ পর্যন্ত গুডুরবাইদ বন্ধু একাদশকে ১–০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় শালতোড়া ফুটবল একাডেমি। বিজয়ী ও বিজিত দুই দলকেই ট্রফি ও বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব ও আইএনটিটিইউসি-র ব্লক সভাপতিরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রাহা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার ১২টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। দেবাংশু ভট্টাচার্য জানান, এবারের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, এই নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, এর সঙ্গে বাঙালির অস্মিতা ও সংস্কৃতি-ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে রয়েছে। পাশাপাশি রাজনৈতিক বার্তার সঙ্গে সঙ্গে এলাকার যুবসমাজকে মাঠমুখী করার ক্ষেত্রে রথীন ব্যানার্জীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।








