রক্তদানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদ্যাপন করল তৃণমূল যুব কংগ্রেস
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি ব্লকের পিড়রাবনি অঞ্চলে রক্তদানের মধ্য দিয়ে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপন করল তৃণমূল যুব কংগ্রেস। সমাজসেবামূলক এই উদ্যোগে রক্তদানের পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, তোকে দিলাম খেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রদীপ চক্রবর্তী, বড়জোড়া ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি মহম্মদ ওয়েস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ নয়িম হোসেন, ছাত্র নেত্রী স্নেহা মুখোপাধ্যায়। এছাড়াও বর গঙ্গাজলঘাঁটি ও বড়জোড়া ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন সিংহ ও সুদর্শন সিংহ এবং দেবজ্যোতি সিংহ সহ একাধিক দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক সত্যজিৎ সিট জানান, এদিনের রক্তদান শিবিরে মোট ৮৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে ২২ জন ছিলেন মহিলা রক্তদাতা।








