নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন; নজরে শামি, সিরাজ, ঋষভ
স্টাফ রিপোর্টার: মুস্তাক আলি থেকে বিজয় হাজারে, ফর্মের চূড়ায় অবস্থান করছে মহম্মদ শামি। তবুও কোন এক অজ্ঞাত কারনে দলে নেই তিনি। তবে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য নির্বাচিত দলে তাঁর থাকা দস্তুর বলেই মনে করেন বিশেষজ্ঞ মহলের কেউ কেউ। ফেব্রুয়ারির ৭ তারিখে কুড়ি-বিশের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ, যা চিহ্নিত কাপযুদ্ধের ‘ফাইনাল রিহার্সাল’ হিসেবে। তবে তার আগে দু’দলের ওডিআই সিরিজ শুরু ১১ জানুয়ারি।
আর এজন্যই শোনা যাচ্ছে, বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার ভাবনা। শনিবার ঘোষিত হবে তিন ম্যাচের ওডিআই সিরিজের দল। যশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে সম্ভবত সেজন্যই রাখা হবে না। অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকরা ওয়ার্কলোডের কথা ভেবে একইভাবে অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তিলক ভার্মাকেও বিশ্রাম দিতে পারেন। তবে ওডিআই সিরিজে ভারতীয় দলের শক্তির সঙ্গে সমঝোতা করার প্রশ্ন নেই। পেসার হিসেবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজকে ফেরানো হতে পারে দলে। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত পঞ্চাশ ওভারের ঘরানায় জাতীয় দলে নিয়মিত ছিলেন সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। তবে কন্ডিশনের কারণে তাঁকে খেলানো হয়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে অবশ্য খেলেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে স্কোয়াডেই ছিলেন না তিনি। চলতি বিজয় হাজারে ট্রফির প্রথম চার ম্যাচেও খেলেননি সিরাজ। তবে হায়দরাবাদের শেষ দুই ম্যাচে নামতেই পারেন। শামি অবশ্য বাংলার হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন। উইকেটও পাচ্ছেন নিয়মিত। এবারের ঘরোয়া মরশুমে আগাগোড়াই ধারাবাহিক তিনি। তবে কেউ কেউ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সেরা সময় পেরিয়ে এসেছেন শামি।
একইভাবে যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণারা সুযোগ পেতেই পারেন। যশস্বী প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনিংয়ে রান পেয়েছিলেন। ঋতুরাজও চার নম্বরে নেমে নিজেকে মেলে ধরেন। শ্রেয়স আইয়ার দলে আসার মতো ফিট না হলে তিনিই সম্ভবত ফের নামবেন মিডল অর্ডারে।
শুভমান গিল ফিরছেন দলে। পরের বছর তাঁর নেতৃত্বেই ওডিআই বিশ্বকাপে নামবে ভারত। শনিবার তিনি পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও নামতে পারেন। কিউয়িদের বিরুদ্ধে ওপেনিংয়ে গিলের সঙ্গী রোহিত শর্মা। তিনে অবশ্যই বিরাট কোহলি। ‘রো-কো’ জুটি যে ফর্মে রয়েছে, তাতে তাঁদের বাইরে রাখা অসম্ভব। তবে ঋষভ পন্থের স্কোয়াডে থাকা নিয়ে সংশয় থাকছে। বিজয় হাজারে ট্রফিতে একেবারেই সাদামাটা পারফরম্যান্স তাঁর। কোচ গৌতম গম্ভীরেরও বিশেষ আস্থা নেই পন্থের উপর। তুলনায় ঈশান কিষান, ধ্রুব জুরেলদের অনেক বেশি ঝকঝকে দেখিয়েছে। মিডল অর্ডারে আলোচনায় আসতে পারে ফর্মে থাকা সরফরাজের নামও একইভাবে ঘরোয়া ক্রিকেটে ওপেনিংয়ে নজর কেড়েছেন দেবদূত পাডিক্কাল। কিন্তু গিল, রোহিত, যশস্বী— ওপেনিংয়ে স্লট পুরো হাউসফুল! তাই পাডিক্কালের সুযোগ পাওয়া কঠিন। তবে সব ছাড়িয়ে আজ নজর মূলত শামি,সিরাজ,ঋষভদের দিকে।








