ভাদো বিএসবি হাই স্কুলের উদ্যোগে তামাক বিরোধী পদযাত্রা
নতুন পয়গাম, রতুয়া: মালদার রতুয়া-১ ব্লকের ভাদো বিএসবি হাই স্কুলের উদ্যোগে শনিবার ছাত্র সপ্তাহ – ২০২৬ এর দ্বিতীয় দিনে পালিত হলো তামাক বিরোধী পযাত্রা। এদিনের পদযাত্রায় ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান, এলাকার বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি মজিবার রহমান সহ অন্যান্য সদস্যগণ।
এই প্রসঙ্গে ভাদো বিএসবি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সরিফুল ইসলাম বলেন, ছাত্র সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এদিন তামাক বিরোধী পযাত্রা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। দিন দিন ছাত্রদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ছাত্রদের এই বিষয়ে সচেতন করতেই এই পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি এলাকার কিছু মানুষও মাদকাশক্ত। তাদেরও সচেতন করা প্রয়োজন। পদযাত্রার স্লোগান শুনে সেই সমস্ত নেশাগ্রস্থ মানুষ যদি মাদক সেবন করার আগে এই বিষয়ে ভাবেন ও মাদক সেবন থেকে বিরত থাকেন। তবেই আমাদের ছাত্রছাত্রীদের এই পদযাত্রার সার্থকতা।








