মালদা মডেল মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন ড. মোজাফ্ফর আহমদ
নতুন পয়গাম, উমার ফারুক, মালদা: মালদা জেলার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মালদা মডেল মাদ্রাসায় শনিবার নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ড. মোজাফ্ফর আহমদ। তিনি এর আগে শিমুলতলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।এদিন তাঁকে দায়িত্বভার তুলে দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক জিয়াউর রহমান এবং মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক আজিজুর রহমান। নব নিযুক্ত প্রধান শিক্ষক কে শুভেচ্ছা জানান মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ।
এই প্রসঙ্গে নব নিযুক্ত প্রধান শিক্ষক ড. মোজাফ্ফর আহমদ বলেন, মালদা মডেল মাদ্রাসা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান। জেলার সেরা শিক্ষক শিক্ষিকাগণ এই মাদ্রাসায় কর্মরত। তাঁদের প্রত্যেকের দক্ষতা পড়ুয়াদের উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন,আমার মূল লক্ষ্য মাদ্রাসার উন্নত পঠন পাঠনের ব্যবস্থা করা।পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ঘটানো। তাদের সংস্কৃতিমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকাগণের সঙ্গে আমি একযোগে কাজ করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
এদিন নব নিযুক্ত প্রধান শিক্ষকের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি, সহ সভাপতি,সুজাপুর এনএম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ আদিল হোসেন,প্রধান শিক্ষক মতিউর রহমান,ওয়াসিমুল বারি,মহিবার রহমান, আসাদুল্লাহ চৌধুরী, ইলিয়াস আলী, আব্দুল লাহিল মামুন প্রমুখ।








