ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত উভয় পক্ষের একাধিক কর্মী
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: ভাঙড়ে ফের উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানার বিবির আইট এলাকায় আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা কর্মীও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িকে সাইড দেওয়া নিয়ে প্রথমে বচসা শুরু হয়। সেই বচসা ক্রমেই হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আইএসএফের অভিযোগ, একটি বোলেরো পিকআপ গাড়িকে সাইড দেওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এসে আইএসএফ কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসার সময় আইএসএফের এক মহিলা কর্মী-সমর্থকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনাকে ঘিরে বিবির আইট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর বক্তব্য, “বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার সময় আইএসএফ কর্মীরা আমাদের কর্মীদের উদ্দেশ্য করে গালাগালি করে। তা নিয়ে বচসা শুরু হলে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী আহত হন।” ঘটনা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগের মাঝে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।








