নৈতিক মূল্যবোধে দীক্ষিত করে পরীক্ষার্থীদের বিদায় জানাল অ্যালাইন্স স্কুল
নতুন পয়গাম: ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ অ্যালাইন্স স্কুল, মুর্শিদাবাদের সকল ছাত্রছাত্রীদের নিয়ে শনিবার এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বৈষয়িক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রচিত বিশ্বখ্যাত গ্রন্থ “আর রাহিকুল মাখতুম”।
স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ সাহেবের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুলের প্রশাসনিক প্রধান গোলাম কিবরিয়া সরকার সাহেব তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে সকলের জন্য আহারের ব্যবস্থার মাধ্যমে আনন্দঘন এই ফেয়ারওয়েল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








