জয়নগরের বুড়োরঘাট এলাকায় পথ দূর্ঘটনায় আহত ৪, ভর্তি হাসপাতালে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ভয়াবহ পথ দূর্ঘটনা, আহত চার জয়নগরে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো বেড়ে চলেছে। আর শনিবার বিকালে বকুলতলা থানার বুড়োরঘাট ময়দা রোডের বুড়োরঘাটের কাছে একটি ময়দা মুখি মোটরবাইক ও বুড়োরঘাট মুখি টোটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে মারাত্মক রকমের চোট পায় টোটোর চালক সহ এক যাত্রী এবং মোটরবাইক চালক সহ সহযাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তৎক্ষনাৎ নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বকুলতলা থানার পুলিশ। আহতরা হলেন বাইক চালক কামালউদ্দিন মন্ডল,বাড়ি জয়নগর থানার হাটপাড়া,বাইকচালক সহযাত্রী আবুল সফিক মিস্ত্রি, বাড়ি জয়নগর থানার হাটপাড়া এলাকায়। আহত টোটো চালক লোকমান মোল্লা (১৭), বাড়ি মথুরাপুর থানার পশ্চিম রানাঘাটা, টোটো যাত্রী আলিনুর মোল্লা(১৬), বাড়ি মথুরাপুর থানার পশ্চিম রানাঘাটা এলাকায়। টোটো ও মোটরবাইক দুটিই বিশাল ক্ষতি হয়েছে। গাড়ি দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।








