বড়জোড়া কলেজে বৈষ্ণব দর্শনের আলোয় ” ভানুসিংহের পত্রাবলি ” ও রবীন্দ্র ছোট গল্পে “প্রতিবাদী নারী” শীর্ষক আলোচনা সভা
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: বড়জোড়া কলেজে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয় গত ২২.১২.২৫ তারিখে। বড়জোড়া কলেজের অধ্যক্ষ ড : অরুন কুমার রায় স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।উক্ত সেমিনার কে তিনটি পর্বে বিভক্ত করা হয়।সেমিনারের প্রথম পর্বে পাত্রসায়ের কলেজের অধ্যক্ষ ড: সন্তোষ কোনার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, মূল্যায়ন প্রক্রিয়া এবং শিক্ষকদের দায়িত্ব ভূমিকা সম্পর্কে বিস্তারিত ভাবে অত্যন্ত মূল্যবান একটি বক্তব্য রাখেন। আলোচনা সভার দ্বিতীয় পর্বে পাত্রসায়ের কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ড: ঋতুশ্রী সেনগুপ্ত বৈষ্ণব দর্শনের আলোকে ভানু সিংহের পত্রাবলী শীর্ষক আলোচনায় ভানুসিংহের পত্রাবলী অবলম্বনে বৈষ্ণব ভাবধারা, প্রেম তত্ত্ব ও আধ্যাত্মিক চেতনার এবং সমাজ ভাবনার বিভিন্ন দিক বিশদভাবে আলোচনা করেন ও বৈষ্ণব দর্শনের আলোকে তা বিশ্লেষণ করেন। তার বক্তব্যে সাহিত্য ও দর্শনের অভূতপূর্ব সমন্বয় উপস্থিত দর্শক মনকে ছুঁয়ে যায়। সেমিনারের তৃতীয় পর্বে আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়” রবীন্দ্র ছোটগল্পে প্রতিবাদী নারী”। এই পর্বের আলোচক হিসাবে বক্তব্য রাখেন পাত্রসায়ের কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ বর। তিনি তার আলোচনায় রবীন্দ্রনাথের ছোটগল্পে নারীর আত্মসচেতনতা, প্রতিবাদী মনোভাব ও সামাজিক প্রথার বিরুদ্ধে নারীর অবস্থানকে সাহিত্য ও সামাজিক প্রেক্ষাপটে তুলে ধরেন। সন্দীপ বরের আলোচনার মধ্যে দিয়ে রবীন্দ্র সাহিত্যে নারীর ভূমিকার এক গভীর ও তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ উঠে আসে। অধ্যাপক অধ্যাপিকা, গবেষক, শিক্ষার্থী ও সাহিত্য প্রেমীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ সমগ্র অনুষ্ঠানটিকে একটি ভিন্নমাত্রা দান করে। সমগ্র আলোচনা সভাটি জ্ঞান চর্চা ও মননশীল আলোচনার মাধ্যমে এক আন্ত বিষয়ক বৌদ্ধিক পরিসরে সৃষ্টি করে।








