মানবতার ফেরিওয়ালা সংস্থার উদ্যোগে জলঙ্গিতে শীতবস্ত্র বিতরণ
নতুন পয়গাম: মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের হুকহারা গ্রামে মানবতার ফেরিওয়ালা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এল। প্রতিবছরের মতো এ বছরও সংস্থার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এলাকার মানুষের যে কোনো বিপদের সময় পাশে দাঁড়াতে এগিয়ে আসে এই সংস্থা। রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ, আর্থিক অনটনের কারণে কোনো অসুস্থ ব্যক্তি চিকিৎসা করাতে না পারলে তার চিকিৎসার ব্যবস্থাও করে দেন সংস্থার সদস্যরা।
এছাড়াও সংস্থার উদ্যোগে আগামী ৫ তারিখ থেকে হুকহারা এলাকায় একটি ফ্রি কোচিং সেন্টার চালু করার কথা জানানো হয়েছে। এই কোচিং সেন্টারে এলাকার মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবে বলে জানান সংস্থার সদস্যরা। এদিনের এই শীতবস্ত্র বিতরণে এলাকার বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সংস্থার সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালা সংস্থার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।








