চুঁচুড়ায় বিধানসভা উৎসবের সূচনা, এলাকা জুড়ে উন্মাদনা তুঙ্গে
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: সারা চুঁচুড়া শহর জুড়ে এখন উন্মাদনা তুঙ্গে। নতুন বছরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা উৎসব। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে ২১ জানুয়ারি থেকে এই উৎসব চলবে বলে জানা গেছে। উৎসবকে সামনে রেখে আজ খুঁটি পূজার মধ্য দিয়ে শুভ সূচনা হল। খুঁটি পূজার মুহূর্তে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপ পৌরপ্রধান পার্থ সাহা, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মন্ডল, অভিজিৎ বিশ্বাস, কাজল দে, রাজীব রাম পাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই বিধানসভা উৎসব এ বছর দ্বিতীয় বছরে পদার্পণ করল। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন কলকাতা ও মফস্বল শহরের জনপ্রিয় ও খ্যাতনামা সংগীত শিল্পীরা। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, এই উৎসবের মাধ্যমে এলাকার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে তুলে ধরা হবে। সকলের মিলিত অংশগ্রহণেই এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।








