চা বাগানে অসুস্থ চিতাবাঘ উদ্ধার করল বনকর্মীরা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি: লোকালয়ে ঢুকে চা বাগানে ঘাপটি মেরে বসেছিল একটি চিতাবাঘ। রবিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের চক মৌলানি হরিসভা এলাকায়। চিতাবাঘ দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়, চলে ছবি তোলার হিড়িকও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কৃষক রোহিনী রায়ের চা বাগানে প্রথম চিতাবাঘটিকে দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে বহু মানুষ সেখানে ভিড় জমান। চিতাবাঘটি অসুস্থ থাকায় অনেকেই বিপজ্জনকভাবে কাছে গিয়ে ছবি তুলতে শুরু করেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় এবং বনদফতরকে জানায়। পরে রামশাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর জালের সাহায্যে চা বাগানের ভেতর থেকে অসুস্থ চিতাবাঘটিকে উদ্ধার করা হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই এলাকায় আগে কখনও চিতাবাঘ দেখা যায়নি। ফলে আচমকা এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বনদফতর পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানানো হয়েছে।








