সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বড়জোড়া এরিয়ার উদ্বাস্তু কলোনিতে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (UCRC)-এর পঞ্চদশ বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের সূচনা হয় সংগঠনের রাজ্য সভাপতি অধ্যাপক জীবন রঞ্জন ভট্টাচার্যের পতাকা উত্তোলনের মাধ্যমে। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য নেতা সোমেশ কংস বণিক। এছাড়াও বক্তব্য রাখেন নন্দ দুলাল গুহ, সুধাংশু মজুমদার এবং অভ্যর্থনা কমিটির সভাপতি সুজয় চৌধুরী। বক্তারা বাস্তুহারা মানুষের দীর্ঘদিনের সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ২৭ জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে রবীন্দ্রনাথ মন্ডলকে সম্পাদক, অজিত রায়কে সভাপতি এবং বিপদ ভঞ্জন বিশ্বাসকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। এই জেলা সম্মেলনে বাঁকুড়ার ৮টি ব্লকের বিভিন্ন উদ্বাস্তু কলোনি থেকে মোট ১০৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে জমির দলিল ও পর্চার দাবি, বেআইনি বালি খাদ বন্ধ, এসআইআর-এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন, পাশাপাশি কাজ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের নেতৃত্ব আশাবাদী যে, আগামী দিনে বাস্তুহারা মানুষের ন্যায্য দাবিগুলি আদায়ে আন্দোলন আরও জোরদার হবে।








