অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ডোমকলের প্রতিযোগীদের নজরকাড়া সাফল্য
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সিধু-কানহু ইনডোর স্টেডিয়ামে আইএসকেএফ বেঙ্গলের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ওকাজাকি চ্যালেঞ্জ কাপ’ তথা দ্বাদশ আইএসকেএফ অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ডোমকল মহকুমা এলাকা থেকে মোট ৯ জন প্রতিযোগী অংশ নেন এবং কাতা ও কুমিতে বিভাগে অসাধারণ সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতায় ৫ বছর বয়সের কাতা বিভাগে প্রথম স্থান অধিকার করে আমরিন সুলতানা। ১২ বছর বয়সের কাতা বিভাগে দ্বিতীয় হন সাঈম শেখ।
১৬ বছর বয়সের কাতা ও কুমিতে বিভাগে প্রথম স্থান অধিকার করেন মনীষা হালদার। ২০ বছর বয়সের কাতা ও কুমিতে বিভাগে প্রথম হন শামীমা আক্তার বানু। ৬ বছর বয়সের কাতা ও কুমিতে বিভাগে প্রথম স্থান দখল করে রোহান মন্ডল। ১০ বছর বয়সের আদিত্য হালদার কাতা বিভাগে প্রথম ও কুমিতে বিভাগে তৃতীয় হন। একই বয়সের অপূর্ব দাস কাতা বিভাগে প্রথম ও কুমিতে বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন। ১০ বছর বয়সের কাতা বিভাগে প্রথম হন রৌনক যাইফ মন্ডল এবং ৭ বছর বয়সের সামের আনসারী কাতা ও কুমিতে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রথম স্থানাধিকারীদের হাতে গোল্ড মেডেল, দ্বিতীয়দের সিলভার এবং তৃতীয়দের ব্রোঞ্জ মেডেল সহ ট্রফি তুলে দেওয়া হয়। সোমবার প্রতিযোগীরা ডোমকলে ফিরে এলে ফুলের মালা পরিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। এই সাফল্যে খুশি অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের নেতৃত্ব দেন আইএসকেএফ মুর্শিদাবাদের প্রধান সেন্সি আলমগীর খান। অভিভাবকরা তাঁদের বক্তব্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যারাটে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যারাটে শেখার মাধ্যমে আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপকারিতার কথাও উল্লেখ করেন।








