বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিনের রাজ্য সাহিত্যিক সম্মেলন ২০২৫ শেষ হল
আব্দুল গফফার, নতুন পয়গাম, কলকাতাঃ বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট এর পঞ্চবার্ষিকী পূর্তি উপলক্ষ্যে দুইদিনের রাজ্য সাহিত্যিক সম্মেলন ২০২৫ শেষ হল রবিবার। ২৭ ও ২৮ ডিসেম্বর, উত্তর চব্বিশ পরগনার হাদিপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রাজ্য সম্মেলনে বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষা ও সংস্কৃতি জগতের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে জাতীয় পতাকা ও ট্রাস্টের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। সূচনা কথা বলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ কামাল হোসেন। জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রন্ট পেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাঃ কামরুজ্জামান এবং ট্রাস্টের পতাকা উত্তোলন করেন কার্যকরি সভাপতি ড. রমজান আলি। সম্মেলনের মূল পর্বটি তুহিনা হকের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয়। সম্মেলন উপলক্ষ্যে রাজ্য সাহিত্যিক সম্মেলন স্মরণিকা ২০২৫, ট্রাস্ট প্রকাশিত সাহিত্যিক ডাইরেক্টরি ২০২৫ সহ একটি কাব্যগ্রন্থ এবং একটি উপন্যাস আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। বিভিন্ন জেলা থেকে আগত কবিদের স্বরচিত কবিতার পাঠের পর সাংগঠনিক সভার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।
দ্বিতীয় দিনে সম্মেলনের সূচনা হয় পথশিল্পীর গান ও পদযাত্রার মধ্য দিয়ে। এদিন নারী ও শিশু-কিশোরদের অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের মূল কাজ শুরু হয়। কথা সাহিত্যিক অধিবেশনে সাহিত্যে সংখ্যালঘু ও প্রান্তিক জীবন ও চরিত্র নির্মাণের ইতিকতা এবং আমাদের দায়-দায়িত্ব বিষয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে কবি সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চম পর্বের অধিবেশন দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। জানা গেছে, সম্মেলন থেকে সাংবাদিকতা ক্ষেত্রে সফিউন্নিসা এবং কবি ও ছড়াকার হিসেবে এম আলাউদ্দিন এবং কবি ও কথাকার ক্ষেত্রে রক্তিম ইসলামকে বঙ্গীয় স্মৃতি স্মারক সম্মাননা ২০২৫ প্রদানের পাশাপাশি মহঃ মাহতাবউদ্দিনকে সাহিত্য সাধক সংবর্ধনা, মৌনিয়া পারভীন কে বঙ্গীয় শিশু প্রতিভা সংবর্ধনা এবং রুবাই শবনম কে সাহিত্যের ইদি উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও সামসুন নাহারকে বঙ্গীয় উদীয়মান সাহিত্যিক স্মারক সম্মাননা এবং মালা মুখোপাধ্যায়কে বঙ্গীয় নারী প্রতিভার সম্মাননা ২০২৫ তুলে দেওয়া হয়। সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি শিশু ও কিশোরদের নিয়ে রাজ্যস্তরীয় যে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, তার সফল প্রতিযোগীদের শিশু কিশোর সংবর্ধনাও প্রদান হয়।
দুইদিনের রাজ্য সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু, জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ড.বিমল কুমার থান্দার, বেতার নাট্য সম্পাদক রফিউদ্দিন, শিস ডিরেক্টর এম এ ওহাব, দৈনিক আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক, বাংলার রেনেসাঁ সম্পাদক আজিজুল হক, প্রাবন্ধিক একরামুল হক শেখ, কবি ও প্রাবন্ধিক মোঃ মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ট্রাস্ট সভাপতি ড. রমজান আলির ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। বিভিন্ন পর্বের সামগ্রিক সম্মেলনটি রাজ্য সম্পাদক এম রুহুল আমিন সহ মুস্তারি বেগম, হাস্নে আরা বেগম, সাবিনা সৈয়দের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট দীর্ঘ পাঁচ বছর ধরে প্রান্তিক সাহিত্যিক ও উদীয়মান এবং নিভৃতচারীদের সাহিত্যের মূল ধারায় নিয়ে আসার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তাদেরকে নিয়ে রাজ্যস্তরীয় এই সম্মেলন কবি সাহিত্যিকদের কাছে কবি তাৎপর্যপূর্ণ এবং আশা জাগিয়েছে।








