মালদায় লিমরা ফাউন্ডেশন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম, মালদা: রবিবার মালদার ইংরেজ বাজারের সানাউল্লাহ মঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিমরা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সমাজ সচেতন মানুষ উপস্থিত হয়েছিলেন। আলোচনা সভা থেকে শুরু করে আবৃত্তি, গান পরিবেশিত হয়। মূল অনুষ্ঠানটি ছিল লিমরা ফাউন্ডেশন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের কৃতিদের সংবর্ধনা।
মালদার সুজাপুরের লিমরা ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সংযুক্ত। তাঁরই অংশ হিসাবে রবিবার বাৎসরিক অনুষ্ঠানটি আয়োজিত হয়। নভেম্বর মাসে মালদা সহ বিভিন্ন জেলার আট হাজারের বেশি পরীক্ষার্থী লিমরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ২০২৫-এ বসেছিলেন। সেই পরীক্ষার ফল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী পড়ুয়াদের হাতে যথাক্রমে ৫ ও ৩ হাজার ও ২ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। সঙ্গে স্মারক, মেডেল ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনকে সংবর্ধিত করা হয়।
লিমরা ফাউন্ডেশনের সম্পাদক ও অর্গানাইজার নাসিমুল হক নাসিম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নতিতে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতির মত বিষয়গুলির উপর সচেতন করে থাকে আমাদের এই সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ডাক্তার তাহির হোসেন বলেন, আমাদের সমাজের সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি, এখন আমাদের একটাই কাজ সমস্যাগুলির সমাধান করা।লিমরা ফাউন্ডেশনের এই আয়োজন সমাজের কাজকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখছে। মালদার বিশিষ্ট বাচিক শিল্পী মাহফুজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি নাফিস আলি, উস্তাদ সাহাদাত রানা খান, মুর্শিদাবাদ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মুহা. ওয়াহেদুজজামান, বিশিষ্ট শিক্ষাবিদ আবুল বরকত, মইদুর রহমান, আতাউল্লাহ মন্ডল, রেজিস্ট্রার মুহাম্মদ আরিফ আলি, সহ রেজিস্ট্রার মো ইসমাইল হক, এক্সাম কন্ট্রোলার সোহেল আলম, যুগ্ম কন্ট্রোলার সারিফ ইকবাল, হাসানুজ্জামান আনসারী প্রমুখ।








