“আমি আর চাপ নিতে পারছি না, বিদায়” চিরকুট লিখে আত্মহত্যা শিক্ষকের
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া: বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায় স্কুলের ক্লাসরুম থেকে এক বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল (৫৩)। তিনি রাজাকাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০৬ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে নিযুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় দশটা নাগাদ ভোটার শুনানির নথিপত্র সংগ্রহের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। দীর্ঘক্ষণ তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিদ্যালয়ে যান। সেখানে একটি ক্লাসরুমে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান তাঁরা।
খবর পেয়ে রানীবাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে বিএলও সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ রয়েছে। পরিবার সূত্রে দাবি, এসআইআর ও ভোটার তালিকা সংক্রান্ত কাজের চাপে তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








