মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সুন্দরবন রেডিও ট্যুর
নতুন পয়গাম, বহরমপুর: মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে ২৫-২৮ শে ডিসেম্বর সুন্দরবনে একটি রেডিও ট্যুর এর আয়োজন করা হয়েছে। বেতার শ্রোতা পরিবারের ৩৫ জন সদস্য সদস্যা এই রেডিও ট্যুরে অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলার রেডিও শ্রোতারা এতে যোগ দিয়েছেন। রেডিও অনুষ্ঠান মানুষের মাঝে আরো জনপ্রিয় করে তোলার উদ্যেশ্যে ও সুন্দরবন অঞ্চলের মানুষের মাঝে, মৎস্যজীবীদের কাছে রেডিওর খবর, আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য অনুষ্ঠান বিষয়ে আলোকপাত করার উদ্যেশ্যে এই রেডিও যাত্রা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরাও এই রেডিও যাত্রায় অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে দুটি রেডিও মৎস্যজীবী ফোরামের দক্ষিন ২৪ পরগনার শ্রোতাবন্ধু দিবাকর শাসমল ও লঞ্চ চালক বিশ্বজিত শিট মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও রেডিওর অনুষ্ঠানসূচি ও ঠিকানা সম্বলিত লিফলেট বিলি করা হয়। শ্রোতারা নিজেদের রেডিওতে সুন্দরবন এলাকায় আকাশবাণী, এফ এম ও বিভিন্ন আন্তর্জাতিক রেডিও অনুষ্ঠান শোনেন ও শোনান। পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণের বিষয়েও তুলে ধরা হয়।
৭২ বছর বয়সের প্রবীণ বেতার শ্রোতা ও সংস্থার সভাপতি আব্দুল হাদি বলেন বেতারকে ভালোবেসে , এই শীত উপেক্ষা করেও আমরা বেরিয়ে পড়েছি রেডিওর প্রসার ও প্রচারে। মানুষকে আরো বেশি বেশি করে রেডিও শুনতে বলা হচ্ছে।
আর এক প্রবীণ সদস্য , সহ সভাপতি বিশ্বনাথ মন্ডল বলেন বিভিন্ন জায়গার শ্রোতারা মিলিত হয়ে রেডিওকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা নতুন প্রয়াস নেওয়া হয়েছে। বেতার শ্রোতা পরিবারের সদস্যা শিক্ষিকা মনিরা বেগম জানান অভিনব এই বেতার ভ্রমণে আসতে পেরে খুব ভালো লাগছে।সদস্য সৌমেন বিশ্বাস জানান মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের বেতার ভ্রমণ শুধু বিনোদনই নয় সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে বেতারের বার্তা পৌঁছে দেওয়া একটা অনন্য প্রয়াস।
ছোট , মধ্য থেকে বড় সব বয়সের শ্রোতারা এসেছে এখানে। কলেজ ছাত্রী সুমনা আক্তার জানায় খবর, গান রেডিওতে শোনার সঙ্গে সঙ্গে লঞ্চে করে বিভিন্ন জায়গা ঘুরেও খুব আনন্দ পেয়েছি। স্কুল ছাত্র শ্রিয়ান পাল এর কথায় আমি রেডিও ও বাইনোকুলার দুটোই এনেছি। খুব আনন্দ পেয়েছি। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের রেডিও ট্যুর সুন্দরবনে উপস্থিত আছেন শিবেন্দু পাল, আব্দুল হাদী, কাশীনাথ মন্ডল, বাবুরাম মন্ডল, কালীপদ হাজরা , বিশ্বনাথ মন্ডল, সৌমেন বিশ্বাস , স্বরূপ চাঁদ শেখ, মনিরা বেগম, আদিত্য গোপাল মুখোপাধ্যায়, অমিয় কুমার দে , নজরুল ইসলাম, রফিকুল মন্ডল , আলোক কুমার সাহা, প্রীতি মিত্র, হামিদুর রহমান, অম্বিকা মন্ডল, উজ্জ্বল মন্ডল, রাখি মুখার্জী , বিশ্বজিত রায়, স্বপন সরকার প্রমুখ এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সমিতির পক্ষে অশোক নস্কর, অমিত নস্কর, দিবাকর শাসমল,বিজয় মাইতি সহ অন্যান্যরা।
বেতার শ্রোতা পরিবারের সম্পাদক শিবেন্দু পাল বলেন মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে রেডিওকে ভালোবেসে ও রেডিওর প্রসার ও প্রসারের লক্ষ্যে রেডিও নিয়ে সুন্দরবন ট্যুর এই ধরনের উদ্যোগ প্রথম, রেডিওর একটা আলাদা আবেগ আছে মানুষের মধ্যে , যা আজও অটুট, আকাশবাণী ৯০ বছর ও রেডিওর শতবর্ষ যার সাক্ষ্য বহন করে চলেছে।পাশাপাশি বেতারের মাধ্যমে আমরা ট্যুরিজম এর প্রসার যাতে ঘটে তার চেষ্টাও করা হচ্ছে। প্রসঙ্গত মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার জেলা বইমেলায় বেতার বিষয়ক স্টলের পাশাপাশি আগামী ১৮ই জানুয়ারি ২০২৬ মুর্শিদাবাদের বহরমপুরে রাজ্য বেতার শ্রোতা সম্মেলন, বেতার ভুবন পত্রিকা ও ১৩ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ও রক্তদান কর্মসূচি আয়োজন করতে চলেছে।








