গ্রন্থ প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন পয়গাম, কলকাতা, ২৪ ডিসেম্বর ২০২৫: সাহিত্য ও সংস্কৃতির মিলনক্ষেত্রে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অভিযান বুক ক্যাফেতে আয়োজিত হলো গ্রন্থ প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক আব্দুর রহিম গাজী রচিত ‘বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভা এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। একইসঙ্গে সাহিত্যচর্চায় তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ লেখক অধ্যাপক আব্দুর রহিম গাজীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিষ্ঠ অধ্যাপক বরুণকুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পুবের কলম’-এর সম্পাদক আহমাদ হাসান ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিষ্ঠ অধ্যাপিকা সত্যবতী গিরি, তিনি বক্তব্যে বাংলা ছোটগল্পে মানবিকতা, সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং আব্দুর রহিম গাজীর গবেষণাধর্মী এই গ্রন্থের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্মি রায়চৌধুরী, সনৎকুমার নস্কর, , তপন মণ্ডল, সোনালী মুখার্জী, সুরঞ্জন মিদ্দে, সুখেন বিশ্বাস, সোমা ভদ্র রায়, প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মাননীয় উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, অধ্যাপক সুব্রতকুমার পাল, অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায়, অধ্যাপক রমেনকুমার সর, অধ্যাপক মুনমুন গঙ্গোপাধ্যায়, অধ্যাপক সঙ্গীতা সান্যাল।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব ও শুভেচ্ছা বার্তা যারা প্রেরণ করেছেন তাঁদের বক্তবে উঠে এসেছে- “সময় উপযোগী মৌলিক গবেষণা, সাহিত্য- সংস্কৃতির মাধ্যমে সমাজ সংশোধনের বিশেষ পাঠদান, ধর্মীয় সম্প্রীতির বৃত্ত ছাড়িয়ে বৃহত্তর পরিবার ও সামাজিক প্রেক্ষিতে সম্প্রীতির বহু কৌণিক দিকের অন্নেষণ, পশ্চিমবঙ্গ পর্বকেন্দ্রিক ৭৭০ পৃষ্ঠার দুটি খন্ডে অধ্যায় ও পরিচ্ছেদ বিন্যাসের মুন্সীয়ানায় ও সর্বোপরি বিশ্লেষণি শক্তির ঐশ্বর্যে এই গ্রন্থটি সমাজ ইতিহাসের এক বিশ্বস্ত দলিল হয়ে উঠেছে।” আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম শুভেচ্ছা বার্তা প্রেরণের মাধ্যমে বলেন, “প্রফেসর আব্দুর রহিম গাজীর “বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা” একটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ। ডি.লিট প্রাপ্ত প্রথম অধ্যাপক হিসেবে তাঁর এই কাজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের গৌরব। গ্রন্থটি বাংলা সাহিত্যসমালোচনায় মূল্যবান সংযোজন হবে। লেখককে আন্তরিক অভিনন্দন।” প্রফেসর আব্দুর রহিম গাজী তাঁর নিজের গবেষণা গ্রন্থ সম্পর্কে বলেন, “বাংলা ছোটগল্পে সম্প্রীতির যে মানবিক ও সহাবস্থানের চেতনা প্রবাহিত, সেই ধারাকেই গবেষণার আলোয় তুলে ধরাই ছিল আমার এই কাজের মূল উদ্দেশ্য। আজকের বিভক্ত সময়ের প্রেক্ষিতে সাহিত্য যে সম্প্রীতির পথ দেখাতে পারে, এই গ্রন্থ সেই বিশ্বাসকেই প্রতিষ্ঠা করতে চায়।” কলেজ স্কোয়ারস্থিত অভিযান বুক ক্যাফেতে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র, গবেষক, সমালোচক ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি বিকাল ৩টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।








