ছুটছে রয়্যাল সিটির অশ্বমেধের ঘোড়া, আজ পরীক্ষা ব্যারেটোর দলের
স্টাফ রিপোর্টার: থামানো যাচ্ছে না রয়্যাল সিটি এফসি’কে।
বিএসএলে দুরন্ত গতিতে ছুটছে কামো বায়ী’রা। সোমবার বেঙ্গল সুপার লিগে মালদহ ও মুর্শিদাবাদের এই ফ্র্যাঞ্চাইজি দলটি ৪-১ গোলে উড়িয়ে দিল কোপা টাইগার্স বীরভূমকে। আইভরি কোস্টের স্ট্রাইকার কামোর জোড়া লক্ষ্যভেদ। এছাড়া সজন সাহানি ও অ্যাডামা স্কোরশিটে নাম তোলেন। বীরভূমের হয়ে ব্যবধান কমান মোহনবাগানের প্রাক্তনী তুরসুনভ। ম্যাচের সেরা নির্বাচিত হন সজন সাহানি। এই জয়ের ফলে শীর্ষস্থান অটুট রাখল মালদহ-মুর্শিদাবাদের ফ্রাঞ্চাইজিটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। কার্যত শেষ চারে জায়গা পাকা তাদের। কোচ সৈয়দ রামন ব্রিগেডের একটি ম্যাচ বাকি।প্রতিপক্ষ উত্তর ২৪ পরগনা এফসি। এদিকে, মঙ্গলবার চলতি টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে বর্ধমান ব্লাস্টার্স। এই মুহূর্তে ১২ ম্যাচ ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্যারটোর ব্রিগেড। সমসংখ্যক ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পিছিয়ে সন্দীপ নন্দীর ছেলেরা। তিন পয়েন্ট না পেলে শেষ চারের আশা কার্যত শেষ। অন্যদিকে, শেষ ম্যাচে নর্থ বেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে হারের ধাক্কায় বেশ চাপে হাওড়া-হুগলি। তবে জিতেই নক-আউট নিশ্চিত করতে মরিয়া কোচ ব্যারেটো। তবে জিতে পরের পর্ব নিশ্চিত করবেন,নাকি পয়েন্ট খুইয়ে বিপদে পড়বেন; তা জানতে অপেক্ষা করতে হবে।








