রাজনগরের লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন, বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, রাজনগর: বীরভূম জেলার রাজনগর ব্লকের ঐতিহ্যবাহী লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে শুরু হল বর্ণাঢ্য অনুষ্ঠান। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে হীরক জয়ন্তী উৎসবের সূচনা হয়। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত এই উপলক্ষে নানা শিক্ষামূলক, সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে হীরক জয়ন্তীর শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষক শান্তি মুখোপাধ্যায় ও সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের বিডিও শুভাশিস চক্রবর্তী, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, শিক্ষক জীবন মুখোপাধ্যায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ডোম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারগুলির সদস্য ও বহু প্রাক্তন ছাত্রছাত্রী। অনুষ্ঠানে বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “লাউজোড় উচ্চ বিদ্যালয়ের যে কোনও প্রয়োজনে আমরা সব সময় এই বিদ্যালয়ের পাশে আছি। এই বিদ্যালয় আরও উন্নতি লাভ করুক এবং আগামী দিনেও এলাকার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক– এই কামনাই করি।” হীরক জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা ও স্মরণিকা প্রকাশসহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের গৌরবময় যাত্রাপথকে স্মরণ করা হবে।








