টিটোয়েন্টি থেকেও ছিটকে গেলেন সুন্দর, বিশ্বকাপেও অনিশ্চিত
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা একদিনের সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এবার টি-২০ সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। বুধবার বোর্ডের তরফ থেকে একথা জানানো হয়েছে। এমনকী, আগামী মাসে বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে দেখা দিল সংশয়। উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে বোলিংয়ের সময় পেশিতে টান ধরে এই তরুণ অলরাউন্ডরের। ফলে সিরিজের বাকি দু’টি ম্যাচ থেকে ছিটকে যান তিনি।এখন দেখার তাঁর বদলে বিশ্বকাপ দলে কে আসেন!
আরও পড়ুন








