এসআইআর: কোচবিহারে জমিয়তে উলামার ডেপুটেশন
নতুন পয়গাম, কোচবিহার, ২০ জানুয়ারি: এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার কোচবিহারে আন্দোলনে নামল জমিয়তে উলামা। দুপুর দু’টো নাগাদ কোচবিহার জেলা শাসক দপ্তরে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে রাসমেলা চত্বর থেকে প্রায় ৪০০ জন সমর্থককে নিয়ে প্ল্যাকার্ড ও স্লোগানসহ একটি মিছিল ডিএম ভবনের উদ্দেশে রওনা দেয়। জমিয়তে উলামার অভিযোগ, এসআইআরের অজুহাতে নির্বাচন কমিশনের তরফে সাধারণ মানুষের ওপর অযথা চাপ ও হয়রানি চালানো হচ্ছে, যার ফলে বহু মানুষ সমস্যায় পড়ছেন। বিশেষ করে শীতের মরশুমে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে বলে দাবি করা হয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও সরব হয়েছে এবং এদিন জেলা শাসকের কাছে একাধিক সংগঠনের ডেপুটেশন লক্ষ্য করা যায়।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামার জেলা সম্পাদক হাফিজ আনোয়ার, সহসভাপতি ইয়াকুব আলি, কনভেনর মুজিবল হক শাহ, মুফতি সাজিদ, মুফতি সরিফুল, যুব সংগঠক আরমান মাসুদ, মাওলানা ইয়ানুর মিয়া, আবু তালেব মিয়া, কারী বজলুর রহমান-সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের নেতারা জানান, দ্রুত সাধারণ মানুষের হয়রানি ও ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান না হলে জেলার সর্বস্তরের মুসলমানদের নিয়ে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে।








