বার্সার কাছে হেরে চাকরি হারালেন রিয়াল কোচ জাভি আলান্সো
নতুন পয়গাম: টানা তিনটি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হার। আর তার জেরেই সম্ভবত চাকরি খোয়ালেন রিয়াল কোচ জাভি আলান্সো।
রবিবার সৌদি আরবের জেড্ডায় আয়োজিত স্প্যানিশ সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ২-৩ গোলে হারে মাদ্রিদের ক্লাবটি। মর্যাদার এল ক্লাসিকোয় জোড়া গোল করে নায়ক বনে যান রাফিনহা। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান রবার্ট লেওয়ানডস্কি। রিয়ালের দুই গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র ও গনজালো গার্সিয়া। উল্লেখ্য, শেষ তিনটি ফাইনালে রিয়ালকে হারিয়ে নজির গড়ল হান্স ফ্লিকের ছেলেরা। হারের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই চাকরি খোয়ালেন রিয়াল কোচ জাভ আলান্সো। বিবৃতি দিয়ে রিয়াল জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত। মাত্র ৭ মাস আগে দলের দায়িত্ব নিয়েছিলেন জাভি।
সাপোর্ট স্টাফদেরও ছেঁটে ফেলা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন রিয়ালের প্রাক্তনী আলভারো আর্বেলোয়া। এদিকে, হারের পর মাঠেই মেজাজ হারালেন রিয়াল ফুটবলাররা। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নদের ‘গার্ড অফ অনার’ দেওয়ার রীতি থাকলেও, তাতে রাজি হননি এমবাপ্পেরা। তাঁদের এই আচরণে দেখা দিয়েছে তীব্র বিতর্ক।গতবার স্প্যানিশ সুপার কাপ ফাইনালের পাশাপাশি কোপা ডেল রে’র খেতাবি লড়াইয়ে রিয়ালকে বশ মানিয়েছিল বার্সা। এবার তাই প্রতিশোধের লক্ষ্যে মাঠে নেমেছিল জাভি আলান্সোর ছেলেরা। দলের সেরা তারকা এমবাপ্পেকে বেঞ্চে রেখেই দল সাজান রিয়াল কোচ। তা সত্ত্বেও শুরুটা দারুণ করে ‘লস ব্ল্যাঙ্কোস’। পাল্টা চাপ সামলে কাতালানদের কাঙ্খিত জয় এনে দেন রাফিনহা।ফলে চাকরিচ্যুত হলেন জাভি।








