বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহুর্তে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরালো ঘাসফুল শিবির
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: ইন্দাসের দীঘলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহলালপুরে ১০ টি পরিবার বিজেপি ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সোমবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সঞ্জয় হেমব্রমের দাবি, ওই দলে আমরা গুরুত্বহীন ছিলাম। এখন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের অজস্র সামাজিক প্রকল্পে উৎসাহিত হয়ে বিজেপি ছেড়ে এই দলে যোগ দিয়েছেন বলে দাবি করেন।
ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদের দাবি, ১৫ বছরের উন্নয়ন দেখে উৎসাহিত হয়েই ওই ১০ টি পরিবার তৃণমূলে যোগ দিল। অন্যদিকে বিজেপির ইন্দাস মণ্ডল-২ সভাপতি বিপ্রদাস অধিকারী -র দাবি, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে বলা হচ্ছে তারা তাদের দলের কেউ নয়। এমনকি ওই সব ব্যক্তিরা যেকোন সময় যেকোন দলের হয়ে কাজ করতে পারে বলেও তিনি দাবি করেন।








