‘মুস্তাফিজুর-ইস্যু’
এম. রহমান, নতুন পয়গাম: বিশ্বকাপে মাঠে বল গড়াতে বাকি এখনো মাসখানেক। কিন্তু মাঠের বাইরে চলছে জোরদার লড়াই।
‘মুস্তাফিজুর’ ইস্যুতে এবার ভারতে না খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মাসে বিশ্বকাপ।আর সেখানে বাংলাদেশের ম্যাচ রয়েছে ভারতে।কেননা এবার আয়োজক ভারত-শ্রীলঙ্কা।তবে তার আগে মুস্তাফিজুর কাণ্ডে দুই দেশের মধ্যে টানাপোড়েনের আঁচড় স্পষ্ট। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ভারতে আসতে অস্বীকার করেছে পদ্মাপাড়ের দেশ। পাকিস্তানের মতো তারাও একই পথে হেঁটে শ্রীলঙ্কায় খেলতে চাইছে। কিন্তু রাতারাতি বাংলাদেশের জন্য হাইব্রিড মডেলের ভাবনা সম্ভব নয়। সম্ভব নয় বিশ্বকাপের সূচি বদলও।
মাত্র এক মাস পর বিশ্বকাপ। বাংলাদেশের এতগুলি ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। তাদের বিমান ভাড়া, হোটেল সব বুক হয়ে গিয়েছে। আরও একটা সমস্যা হল নতুন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরালে সম্প্রচারে একটা বড় সমস্যা হবে। তাছাড়াও বিশ্বকাপে না আসায় শাস্তি হিসাবে বড়সড় আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে বিসিবি। এক্ষেত্রে সম্প্রচার এবং স্পনসরশিপ চুক্তির মূল্যও হ্রাস পাবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচের তিনটি খেলবে কলকাতায়। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে নামার কথা মুস্তাফিজুরদের। এরপর ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে তাদের খেলা।
কিন্তু রবিবার বিসিবি প্রতিনিধি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বোর্ড মনে করছে, খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া অপরিহার্য। বিসিবি আশা করছে, আইসিসি পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।’ এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়!








