আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর
নতুন পয়গাম, নিজস্ব সংবাদদাতা: অবশেষে আশঙ্কাই সত্যি হল। চাপের কাছে নতিস্বীকার করে বিসিসিআই বাদ দিল মুস্তাফিজুর রহমানকে, যে ছিল ২০২৬ সালের আইপিএলে অংশগ্রহন করা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার । যা নিয়ে শনিবার সারাদিন উত্তাল হয়ে থাকলো সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে উঠে এসেছে পক্ষে-বিপক্ষে নানা মত।ফলে আইপিএল শুরুর আগেই শুরু হয়ে গেল বিতর্ক।
বাংলাদেশের ক্রিকেটারকে আইপিএল ২০২৬ সালের জন্য মিনি নিলাম থেকে ঘর গুছিয়ে নেওয়ার জন্য কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ পেয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে শাহরুখ খানের কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ড বা কেকেআর, কোনও তরফেই সরাসরি কিছু বলা না হলেও নেপথ্যে যে বাংলাদেশের মাটিতে ভারত বিদ্বেষী হাওয়া এবং হিন্দু নিধনের অভিযোগ, এ ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না প্রাক্তন জাতীয় নির্বাচক তথা বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এখানে মুস্তাফিজুর কী দোষ করল? গোটা ব্যাপারটাই রাজনৈতিক হয়ে যাচ্ছে। যেটা ক্রিকেটের পক্ষে খুব একটা শুভ লক্ষ্মণ নয়। আমি মনে করি মুস্তাফিজুর রহমান খুব সাধারণ ঘরের ছেলে। ভাল খেলছিল। ওই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে আইপিএলে দল পেয়েছে। এর সঙ্গে রাজনীতির ব্যাপারটা গুলিয়ে ফেলা খুব দুঃখজনক।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, -কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্যও অনুমতি দিয়েছে বিসিসিআই। ২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন মুস্তাফিজুর। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মতো দলে খেলেছেন। কাটারের জন্য বিখ্যাত এই বাঁহাতি ফাস্টবোলার আইপিএলে ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। মিনি নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। আগামী আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল তাঁর।
তবে, আকাশ চোপড়ার মতো বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞের মতে-
এটা বিসিসিআই ঠিক করেছে। সবমিলিয়ে উত্তাল ক্রিকেট অঙ্গন।








