কোরআন অবমাননার অভিযোগে নোদাখালী থানায় স্মারকলিপি প্রদান
নতুন পয়গাম, নদিয়া: নদিয়া জেলায় বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে বুধবার নোদাখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে বঙ্গীয় ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকার শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বজবজ ২ নম্বর ব্লক বঙ্গীয় ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল গাজী, মাওলানা বশির, বিশিষ্ট সমাজসেবী মাবেদুল ইসলাম মোল্লা, মানব কল্যাণ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রায়হান-সহ বজবজ ২ নম্বর ব্লকের বঙ্গীয় ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। সংগঠনের প্রতিনিধিরা জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তাঁরা শান্তিপূর্ণ ও আইনি পথেই ন্যায়বিচারের দাবি জানাবেন বলে স্পষ্ট করেন।








