কালিয়াচকে আজাদ সমাজ পার্টির যোগদান সভা
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালিয়াচকে শক্তি বাড়াল আজাদ সমাজ পার্টি। রবিবার কালিয়াচকের নজরুল ভবনে আজাদ সমাজ পার্টির উদ্যোগে “সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” শীর্ষক দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ বিভিন্ন এলাকার দলীয় কর্মী ও সমর্থকরা। সভা চলাকালীন কালিয়াচক এলাকার এআইএমআইএম (AIMIM) দলের প্রায় শতাধিক কর্মী-সমর্থক দল ত্যাগ করে আজাদ সমাজ পার্টিতে যোগদান করেন। এই যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা জানান, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যজুড়ে এ ধরনের দলীয় কর্মীসভা আয়োজন করা হবে। কালিয়াচকে এসে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে তিনি জানান। মানুষের সমর্থন এভাবেই বজায় থাকলে বহু বিধানসভা কেন্দ্রে আজাদ সমাজ পার্টি প্রার্থী দেবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কালিয়াচক এলাকায় আগে যারা এআইএমআইএমের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে প্রায় দুই থেকে তিনশো কর্মী এদিন আজাদ সমাজ পার্টিতে যোগদান করেছেন। নিজেও অতীতে এআইএমআইএম দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করে ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, ভবিষ্যতে চন্দ্রশেখর আজাদের মতো নেতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাঁরা। এই কর্মীসভা ও যোগদানের ঘটনায় কালিয়াচকের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল।








