নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চমকের নাম শ্রেয়স, বিষ্ণোই
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টার: না, এরা নতুন কেউ নয়। তবে তাঁদের প্রত্যাবর্তন সত্যিই চমকে দেওয়ার মতো। তাঁরা হলেন শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোই। বিশেষ করে শ্রেয়সের সাথে নাকি গম্ভীরের অম্লমধুর সম্পর্ক। তাই তাঁর ফেরাটা সমর্থকদের একপ্রকার অবাকই করেছে। উল্লেখ্য ২১ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। প্রথম তিনটি ম্যাচের জন্য শুক্রবারই স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। সবচেয়ে বড় চমক শ্রেয়স আয়ারের প্রত্যাবর্তন। আসলে এশিয়া কাপে শ্রেয়সকে ছেঁটে ফেলার পর বিস্তর জলঘোলা হয়। অনেকেই মনে করেছিলেন, মুম্বইকরের বাদ পড়ার নেপথ্যে কোচ গম্ভীরের কারসাজি রয়েছে। তারকা ব্যাটারের সঙ্গে কোচের সম্পর্ক বেশ গুরুগম্ভীর। তাই একাংশের ধারণা ছিল, ক্ষমতা কাজে লাগিয়ে তারই শোধ নিয়েছেন গোতি। যাই হোক, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ছন্দে দেখা গিয়েছে শ্রেয়সকে। তার আগে বিজয় ট্রফিতেও বড় রান পান তিনি। কোনও সন্দেহ নেই যে, সাদা বলের ক্রিকেটে শ্রেয়স অন্যতম সেরা ব্যাটার। তাই টি-২০ স্কোয়াডে তাঁকে ফেরানোর দাবি ডালপালা মেলতে শুরু করেছিল। তাই তাঁকে আর বাইরে রাখার সাহস দেখাননি নির্বাচকরা। চোট পেয়ে টি-২০ সিরিজের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দর। ফলে তাঁদের পরিবর্ত বেছে নিতে হয় অজিত আগরকরদের। এমন পরিস্থিতিতে শ্রেয়সের সঙ্গে দলে ফেরানো হল রবি বিষ্ণোইকে। উল্লেখ্য, এক বছর আগে দেশের জার্সিতে শেষবার টি-২০ ম্যাচে খেলেছিলেন এই লেগ স্পিনার। কুলদীপ, জাদেজাদের সাম্প্রতিক ব্যর্থতার জেরে তাঁর সামনে আবার দরজা খুলল জাতীয় দলের। কিউয়িদের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচ শ্রেয়স ও বিষ্ণোইয়ের কাছে অগ্নিপরীক্ষা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ৩ টি টি-২০ ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঈশান কিশান, রবি বিষ্ণোই।








