কনকনে ঠাণ্ডায় চা বাগান ও লোকালয়ে হাতির তাণ্ডব!
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি: কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যেই বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের নাড়াদূড়া চা বাগান ও সংলগ্ন রাজাডাঙ্গা ধোলাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আপালচাঁদ–গরুমারা জঙ্গল থেকে দুটি পূর্ণবয়স্ক ও একটি শাবকসহ মোট তিনটি হাতির একটি দল ভোররাতে জঙ্গল ছেড়ে প্রথমে ঝারমাজ ও রাজাডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে। এরপর ধীরে ধীরে তারা ধোলাবাড়ি পেরিয়ে নাড়াদূড়া চা বাগানের ১ নম্বর সেকশনে প্রবেশ করে। ভোরবেলায় চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে চা বাগানের মধ্যে হাতির দলটিকে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই চা বাগান এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
এই সময় হাতির দলটি চা বাগানে তাণ্ডব চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আপালচাঁদ বন বিভাগের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বনকর্মীদের তরফে বোম ফাটানো হয় এবং হাতিগুলিকে জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা শুরু হয়। তবে বেশ কিছুক্ষণ চা বাগানে আটকে পড়ে হাতির দলটি। পরবর্তীতে হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়ে। অভিযোগ, একটি বাড়ির উপর আচমকা হামলায় বাড়ির একাংশ ভেঙে যায়। বাড়ির ভিতরেই তখন মানুষজন উপস্থিত ছিলেন, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা। এই ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছায়। ভোররাতে বহু পরিবার নিরাপত্তার আশঙ্কায় ঘর ছেড়ে বাইরে চলে আসেন।
বর্তমানে হাতির দলটি এখনও লোকালয়েই ঘোরাফেরা করছে। ঘনবসতিপূর্ণ এলাকা, বাড়িঘর ও মানুষের চলাচলের কারণে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোতে সমস্যার মুখে পড়ছে বন দফতর। যে কোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় বনদপ্তরের কর্মীরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মাইকে সতর্ক করা হচ্ছে। এখন সকলের নজর কবে নিরাপদে জঙ্গলে ফিরবে বুনো হাতির দল এবং কবে কাটবে এই আতঙ্ক।








