হিরো মামদানি, হেতু ইসরায়েলপন্থী আদেশ বাতিল
নতুন পয়গাম, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার পরদিনই ইসরাইলপন্থী নির্বাহী আদেশ বাতিল করে রাতারাতি হিরো বনে গেলেন জোহরান মামদানি। ১ জানুয়ারি তিনি শপথ নেন, পরদিনই ওই বিতর্কিত আদেস বাতিল করে মামদানি বলেন, ‘প্রিয় নিউইয়র্কবাসী, আজ থেকে আমাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।’
মামদানির মতে, নতুন অধ্যায়ে মেয়রের কার্যালয় অর্থাৎ সিটি হল সাহসের সঙ্গে জনগণের জীবনমান উন্নত করতে কাজ করবে। নিউ ইয়র্ক প্রশাসন হবে স্বচ্ছ, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য সমান। নিউইয়র্কের ৮৫ লাখ মানুষ এক হয়ে নতুন রাজনীতির আখ্যান তৈরি করবে।
কনকনে হিমাঙ্কের নিচে থাকা শীতের মধ্যেও এদিন লোয়ার ম্যানহাটানের সিটি হলের সামনে নতুন মেয়র মামদানিকে বরণ করে নিতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানেই তিনি ইসরাইলের সমর্থনে আগের মেয়রের জারি করা নির্বাহী আদেশ বাতিল ঘোষণা করেন মামদানি।
তাঁকে ভোট দিয়ে জেতানোর জন্য নিউইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পরিবর্তন ও পুনর্গঠনের এমন সুযোগ আমাদের খুব কমই আসে। আরও বিরল হল সেই সময়, যখন পরিবর্তনের চাবি নিজের হাতে ধরে রাখে জনগণই।’
মামদানি আরো বলেন, ‘আমি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছি। এই পরিচয়েই শাসন করতে চাই।’ ভোটে জেতার পর মামদানি বলেছিলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে এলে তাকে গ্রেফতার করব। কারণ, আন্তর্জাতিক আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অনেক আগেই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন বারবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন, তাহলে নিতান্ত একটা শহরের মেয়র হিসেবে কীভাবে গ্রেফতার করা সম্ভব? জবাবে মামদানি বলেন, আইনবিদদের সঙ্গে পরামর্শ করেই রাস্তা বের করব। তাঁর কথায়, আজ থেকে আমাদের প্রশাসন হবে সাহসী, নির্ভিক ও স্বচ্ছ।’








