ইরানের সঙ্গে বৈঠকের তোড়জোর চলছে: ট্রাম্প
নতুন পয়গাম: ইরান ‘আলোচনা করতে চায়’ এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতারা তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, তারা ‘আলোচনা করতে চান’।
তবে, তিনি সতর্ক করে বলেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ‘বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে’। কারণ হিসেবে ট্রাম্প বলেন, ইরানে এমন কিছু লোককে হত্যা করা হচ্ছে, যাদেরকে হত্যা করা উচিত নয়। ইরান সরকারের মাথারা সব হিংসাত্মক। তারা নেতা, নাকি তারা কেবল সহিংসতার মাধ্যমে শাসন করে।’
উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
চলমান এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, ইরানবাসী দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেতে চায়। তাই আমেরিকা বিক্ষোভকারীদের সবরকম ‘সহায়তা দিতে প্রস্তুত’।








