শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ রিপোর্ট তলব কেন্দ্রের, রাজ্যজুড়ে প্রতিবাদ
নতুন পয়গাম, চন্দ্রকোনা ও কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। শুভেন্দুর গাড়ি যাওয়ার সময় রাস্তার একদিকে বিজেপি কর্মী-সমর্থকেরা দাঁড়িয়েছিল। বিপরীত দিকে তৃণমূলের পতাকা হাতে কিছু লোকজন উপস্থিত ছিল। অভিযোগ, গাড়ি আসতেই আচমকা হামলা চালানো হয়।
শুভেন্দুর অভিযোগ, প্রায় ১২ থেকে ১৫ জন তাঁর গাড়িতে হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে এবং হামলাকারীদের কাছে দাহ্য পদার্থ ছিল। ঘটনার পর তিনি চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। আইসির ঘরের মেঝেতে বসে পড়ে বলেন, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি এখানেই থাকবেন।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই শুভেন্দুর উপর ধারাবাহিক হামলা হচ্ছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়িতে কোনও হামলা হয়নি, শুধুমাত্র স্লোগান দেওয়া হচ্ছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষও কটাক্ষ করেন বিজেপিকে।
প্রতিবাদে রাত থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভে নামে বিজেপি। বাঁকুড়ার লালবাজার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার সামনেও বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা যায়। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা বিরোধী দলনেতার অফিসের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার ভিডিও ফুটেজ ও রিপোর্ট পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।








