কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রেস’, রাজ্য ও ভিনরাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণ
নতুন পয়গাম, কালিয়াচক, মালদা: স্বাস্থ্যসচেতনতা, শৃঙ্খলাবোধ ও ক্রীড়াচর্চায় তরুণদের উৎসাহিত করতে কালিয়াচক কলেজের উদ্যোগে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. নজিবর রহমান এবং কলেজের গভর্নিং বডির সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উদ্বোধনী ভাষণে মন্ত্রী অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা মেনে দৌড় সম্পন্ন করার আহ্বান জানান। অধ্যক্ষ ড. নজিবর রহমান দৌড়ের রুট, শুরু ও শেষের স্থান, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানিয়ে প্রতিযোগিতা শুরুর অনুমতি দেন।
কলেজ সূত্রে জানা যায়, পুরুষদের বিভাগে ১৮২ জন প্রতিযোগী অংশ নেন। কালিয়াচক কলেজ মোড় থেকে জাতীয় সড়ক ১২ ধরে দারিয়াপুর বাইশী হাই মাদ্রাসা পর্যন্ত গিয়ে পুনরায় কলেজ মোড়ে ফিরে দৌড় শেষ হয়। প্রথম হন মেদিনীপুর জেলার খড়্গপুরের পঞ্চানন বেড়া, দ্বিতীয় স্থান অধিকার করেন মালদার বলরাম মণ্ডল এবং তৃতীয় হন কোচবিহারের রনি কুমার সাহা। মহিলাদের বিভাগে ৩০ জন প্রতিযোগী অংশ নেন। দারিয়াপুর চিস্তিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় কালিয়াচক কলেজ মোড়ে। প্রথম স্থান অধিকার করেন মেদিনীপুরের শম্পা গাইন, দ্বিতীয় হন খড়্গপুরের নিশা কুমারী সাউ এবং তৃতীয় হন মালদার মাম্পি মণ্ডল।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১৫ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি পান। এছাড়া ৫৫ বছর বয়সি এক পুরুষ প্রতিযোগী ও সকল মহিলা ফিনিশারকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এই ম্যারাথনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভিনরাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দেয়। কলেজের শারীর শিক্ষা বিভাগের শিক্ষক আমজাদ আলীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।








