পুনর্বাসন ছাড়া রেল কলোনি থেকে উচ্ছেদ চলবে না! গৃহের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নতুন পয়গাম, ইকাবুল সেখ, নদিয়া: নদিয়া জেলার কালীগঞ্জের অন্তর্গত দেবগ্রাম রেল কলোনিতে বসবাসকারী গৃহ ও ভূমিহীন মানুষদের জন্য স্থায়ী গৃহ এবং জমির দাবিতে আজ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির তত্ত্বাবধানে দেবগ্রাম আঞ্চলিক কমিটি পক্ষ থেকে কালীগঞ্জ বিডিও ও বি এল এন্ড এল আর ও আধিকারিক এর কাছে বেশ কিছু দাবি সহ সনদ একটি পেশ করা হলো। উল্লেখ্য, পূর্ব রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে দেবগ্রাম রেল সংলগ্ন রেলের সম্পত্তিতে যে সমস্ত মানুষেরা বসবাস করেন তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে মাত্র ৭ দিনের মধ্যে রেলের জায়গা ফাঁকা করে দিতে হবে। যার ফলে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত এবং অসহায় হয়ে পড়েছে। তাই সরকার যাতে তাদের জন্য স্থায়ী গৃহ এবং ভূমির ব্যবস্থা করেন সেই দাবিতে আজ দুপুরে ১ নাগাদ সকল বস্তিবাসী কালিগঞ্জ বিডি অফিসের সামনে একটি পথসভা ও ডেপুটেশন জমা দেন। সরকার কেউ উদ্দেশ্য করে বললেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না।উনাদের জন্য বসবাসের স্থায়ী ব্যবস্থা সরকারকে সুনিশ্চিত করতে হবে। তা না হলে পরবর্তীতে আমরণ অনশন ও বৃহত্তর আন্দোলন পথে হাঁটবেন। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বস্তি ইউনিয়ন কমিটির নদিয়া জেলা সম্পাদক সব্যসাচী মুখার্জি, আইনজীবী আতাউর রহমান, হাফিজুল কাদের, জিন্নাত আলী, প্রতাপ মিত্র, মিলন চক্রবর্তী প্রমুখ।








