ম্যাচ জিতলেও, হতাশ করলো বৈভবরা
নতুন পয়গাম, বুলাওয়া: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলো ভারত। তবে ম্যাচে নজর কাড়তে ব্যর্থ ভারতের ব্যাটিং লাইনআপ। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে আমেরিকাকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। বুলাওয়াতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হানিল প্যাটেলের দাপটে আমেরিকা ১০৭ রানেই গুটিয়ে যায়। ভারতের তরুণ পেসার একাই ৫টি উইকেট নেন। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। ফলে ডিএলএস নিয়মে আয়ুষ মাত্রেদের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৩৭ ওভারে ৯৬ রান। তবে সেই রান তুলতেই দুর্বল আমেরিকার সাথে ৪ উইকেট হারায় ভারতের ছোটরা। বৈভব,আয়ুষ,বেদান্তরা বড় রান পাননি।যদিও ভারতকে জয় এনে দেয় অভিজ্ঞান কুণ্ডুর অপরাজিত ৪২ রান।
৪১ বলে তাঁর এই ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ১টি ছয়ে। তবে ম্যাচের সেরা হানিল প্যাটেলই। শুধু হানিল নন, প্রশংসা করতে হবে ভারতের পুরো বোলিং বিভাগের। তাঁদের দাপটে শুরু থেকেই কাঁপছিল আমেরিকা। ১ রানেই প্রথম উইকেট খোয়ায় তারা। এরপর ৩৯ রানে ৫ উইকেট। আর ঘুরে দাঁড়াতে পারেনি মার্কিনী ব্রিগেড। শেষ পর্যন্ত কোনওক্রমে একশো রানের গণ্ডি টপকায়। আমেরিকার হয়ে সর্বাধিক ৩৬ রান করেছেন নীতিশ সুদিনি। জবাবে ভারতের শুরুটাও ভালো হয়নি। ব্যক্তিগত ২ রানেই ডাগ আউটে ফেরে বৈভব সূর্যবংশী। চার ওভার শেষ হওয়ার পরই বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে ডিএলএস নিয়মে ওভারের সঙ্গে লক্ষ্যমাত্রাও কমে আসে। শেষ পর্যন্ত অভিজ্ঞানের দাপটে সহজেই জয় পায় ভারত।তবে ব্যাটিং ভালো নাহলে বড় দলের বিপক্ষে বিপদে পড়বে টিম ইন্ডিয়া।








