খাদ্যের লোভে লোকালয়ে হাতির হানা, আতঙ্ক এলাকা জুড়ে
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: আলুর খেতের লোভে লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতির দল। ধূপগুড়ি ও ফালাকাটা ব্লকের সীমান্তবর্তী এলাকায় হাতির হানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, প্রায় ১৫টি হাতির একটি দল- যার মধ্যে একাধিক শাবকও রয়েছে মাথাভাঙ্গা-২ ব্লকের ডুডুয়া নদীর পাড়ে বালাসুন্দর গ্রামে আশ্রয় নিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, আশপাশের আলুর খেত থেকেই খাবারের সন্ধানে হাতির দলটি গ্রামে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে কখনও ডুডুয়া নদীর ধারে, আবার কখনও বালা সুন্দর গ্রামের আলুর খেতে হাতির দলটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কার পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হাতির দল লোকালয়ে প্রবেশ করায় নিরাপত্তার স্বার্থে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের বেলায় অকারণে বাইরে বের না হতে এবং দলবদ্ধভাবে চলাফেরা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বন দপ্তর। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা মোতায়েন রয়েছেন এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে।








