নাটকীয় জয় সেনেগালের!
নতুন পয়গাম ডেস্ক:
সেনেগাল- ১ মরক্কো- ০
এভাবেও ম্যাচ হারা যায়!
মরক্কোকে না দেখলে বোঝার উপায় নেই।একেবারে শেষ মুহূর্তে সেনেগাল গোলকিপার বক্সে ফাউল করলে হলুদ কার্ড দেখে এবং পেনাল্টি পায় মরক্কো। ব্রাহিম দিয়াজ গোল করলেই আফ্রিকা কাপ অফ নেশনস আশরাফ হাকিমিদের।কিন্তু এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারলেন না দিয়াজ।ফলে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে এবং সেখানে পেপে গুয়ায়ে গোল করে সেনেগালকে আফ্রিকা সেরার খেতাব জেতালেন। দিন ম্যাচের সংযোজিত সময়ে পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে মাঠের মধ্যেই সৃষ্টি হয় ঝামেলা। প্রতিবাদে সেনেগাল দলও তুলে নেয়। প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর সাদিও মানের ডাকে ফুটবলাররা মাঠে ফেরেন। এরপর মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি মিস। আর সবশেষে অতিরিক্ত সময়ে পেপে গুয়েয়ার গোল। রবিবার আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালের পরতে পরতে ছিল নাটক। আর মহানাটকীয় ফাইনালে শেষ হাসি হাসল সেনেগাল। ১২০ মিনিটের লড়াই জিতে দ্বিতীয়বারের জন্য আফ্রিকার সেরার মুকুট অর্জন সাদিও মানেদের। উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবার আফ্রিকা কাপ অফ নেশনস জিতছিলেন তাঁরা। আর ঘরের মাঠে স্বপ্নভঙ্গ মরক্কোর। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফুটবল খেলেও খেতাবি লড়াইয়ে বশ মানতে হল আশরাফ হাকিমিদের।
ঘরের মাঠে খেলা হওয়ায় রবিবার ফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামে মরক্কো। তবে ম্যাচের শুরু থেকেই ঝাঁঝালো আক্রমণে প্রতিপক্ষ বক্সে চাপ বাড়ায় সেনেগাল। বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মানেরা। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গা ঝাড়া দেয় মরক্কো। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হতেই শুরু আসল খেলা। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে সেনেগালের গোল বাতিল হয়। আর মিনিট পাঁচেক বাদে ভারের সাহায্য নিয়ে রেফারি মরক্কোকে পেনাল্টির নির্দেশ দিতেই ক্ষোভে ফেটে পড়েন সেনেগাল ফুটবলাররা। এই পর্বে কোচ পাপে থিয়াও ফুটবলারদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে অধিনায়ক সাদিও মানে বাকিদের ফিরিয়ে আনেন। ১৭ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। তবে পেনাল্টি থেকে ব্রাহিম দিয়াজের পানেনকা শট সোজা জমা পড়ে প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে। এই মিসেই ঘরের মাঠে খেতাব জয়ের সুর্বণ সুযোগ কার্যত হাতছাড়া হয় মরক্কোর। আর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পাপে গুয়েয়ার গোল তাতে শীলমোহর দেয়। প্রতিপক্ষ বক্সের মাথা থেকে দুরন্ত শটে জাল কাঁপিয়ে সেনেগালের জয় নিশ্চিত করেন এই মিডিও (১-০)। কাপ জিতে নায়কের মর্যাদা পাচ্ছেন সাদিও মানে।দলকে মাঠে ফিরিয়ে কাপও ঘরে ফিরলো তাঁরই সৌজন্যে।








