এসআইআর হিয়ারিং-এর নামে হয়রানির অভিযোগে খণ্ডঘোষে সিপিআইএমের মিছিল
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান: এসআইআর (SIR) হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে চরম হয়রানি করা হচ্ছে– এই অভিযোগকে সামনে রেখে খণ্ডঘোষে প্রতিবাদে শামিল হল সিপিআইএম। মঙ্গলবার সগড়াই বাজার থেকে খণ্ডঘোষ বিডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল করে সিপিআইএম নেতা-কর্মীরা এবং বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন। মিছিল বিডিও অফিসে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। প্রথম গেটেই পুলিশ বাধা দিলে সিপিআইএম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন একের পর এক দুটি গেট অতিক্রম করে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলকারীরা সরাসরি বিডিও অফিস চত্বরে ঢুকে পড়েন। ঠিক সেই সময় বিডিও অফিস প্রাঙ্গণেই চলছিল এসআইআর হিয়ারিং-এর প্রক্রিয়া।
অভিযোগ, টোটোতে মাইক বেঁধে জোরালো স্লোগান দিতে দিতে বিডিও অফিস প্রঙ্গনে প্রবেশ করেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা। প্রশাসনিক কাজ চলাকালীন এভাবে মাইক ব্যবহার করে বিক্ষোভ দেখানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাঁদের বাইরে বের করে দেয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানান খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম। তিনি বলেন, “সিপিআইএম একটি পুরনো রাজনৈতিক দল। আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। কিন্তু এসআইআর-এর হিয়ারিং চলাকালীন মাইক নিয়ে বিডিও অফিস প্রাঙ্গণে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” ঘটনাকে কেন্দ্র করে গোটা বিডিও অফিস চত্বরে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়ায়।








