বিজেপি-শিণ্ডে দর কষাকষি, কাউন্সিলররা হোটেলবন্দি গ্রেটার মুম্বইয়ের মেয়র পদ আড়াই বছর করে ভাগাভাগি হবে?
নতুন পয়গাম, মুম্বই: দীর্ঘদিন পর গ্রেটার মুম্বই পুরসভা শিবসেনার হাতছাড়া হয়েছে। একইসঙ্গে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। কিন্তু পুরসভা গঠনের মতো অবস্থানে পৌঁছতে পারেনি কোনো দলই। ফলে মিলিজুলি ছোটে সরকার হতে হবে। শিবসেনার দলছুট গোষ্ঠী একনাথ শিণ্ডের বিদ্রোহে শিবসেনার প্রতীক ও নাম আগেই খুইয়েছিলেন উদ্ধব ঠাকরে। প্রায় দু’দশক পর দেশের ধনীতম পুরসভা বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনও (বিএমসি) হাতছাড়া হল ঠাকরে পরিবারের। দীর্ঘ বিবাদ মিটিয়ে দুই ভাই রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরের হাত মিলিয়েও শেষরক্ষা হয়নি। এই অবস্থায় বিএমসি দখলের কৌশল হিসেবে এবার কি শিণ্ডে শিবিরে প্রত্যাঘাতের চেষ্টায় উদ্ধব? প্রয়াত বালসাহেব ঠাকরে-পুত্রের মন্তব্য ঘিরে এমনই জল্পনা তুঙ্গে।
নিজের শিবসেনা (ইউবিটি) কর্মীদের চাঙ্গা করতে গিয়ে তিনি বলেছেন, আমি চাই মুম্বইয়ের মেয়র হবেন কোনও শিবসৈনিকই। ভগবান চাইলে আমার সেই স্বপ্ন পূরণ হবেই। তাহলে কি বিজেপির শরিক একনাথ শিণ্ডে শিবিরকে পালটা ভাঙানোর ছক কষছেন উদ্ধব? মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের মন্তব্য সামনে আসতেই ঘর সামলাতে নেমে পড়েছেন শিণ্ডে। এবার উদ্ধব শিবির দল ভাঙাতে পারে, এই আশঙ্কায় নিজের জয়ী কাউন্সিলরদের বান্দ্রার এক হোটেলে বন্দি করে রেছেছেন শিণ্ডে। এরইমধ্যে, বিজেপির সঙ্গে মেয়র পদ নিয়ে শিণ্ডের দর কষাকষির খবরও সামনে এসেছে। শোনা যাচ্ছে শিণ্ডে-সেনা মেয়র পদ আড়াই বছর করে ভাগাভাগির দাবি জানিয়েছে বিজেপিকে।
উল্লেখ্য, ২২৭ সদস্যের বিএমসিতে বিজেপি জিতেছে ৮৯ ওয়ার্ড। শিণ্ডে-সেনার ২৯ প্রার্থী জিতেছেন। উভয়ের মিলিত সংখ্যা ১১৮। সংখ্যাগরিষ্ঠতার থেকে ৪ বেশি। সুতরাং শিণ্ডে ও বিজেপির চুক্তি পাকাপাকি হলে তারা হেলায় পুরবোর্ড গঠন করতে পারবে। সেই নিয়েই এখন চলছে জোর দর কষাকষি। অপারেশন লোটাস চালানোয় সিদ্ধহস্ত বিজেপিকে বিশ্বাস করতে পারছেন না শিণ্ডে। কারণ, একদা উদ্ধব ঠাকরের শিবসেনাকে ভাঙিয়ে একনাথ শিণ্ডেকে পকেটে পুরেছিল বিজেপি। এবার যদি একনাথের দল ভাঙিয়ে আয়ারাম-গয়ািরাম খেলে বিজেপি, সেই আশঙ্কায় নিজের দলের কাউন্সিলরদের হোটেলে বন্দি করে রেখেছেন শিণ্ডে।








