বিজেপির পদে ধর্ষণের আসামি, জনরোষে সিদ্ধান্ত প্রত্যাহার
নতুন পয়গাম, মুম্বই: মহারাষ্ট্রের বদলপুর নাবালিকা ধর্ষণ মামলার অন্যতম আসামি তুষার আপটকে কো-অপ্টেড কর্পোরেটর হিসেবে নিয়োগ দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে বিজেপি। বদলপুর নগর পরিষদ এই নিয়োগের তালিকা প্রকাশ করার পর থেকেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। শনিবার পরিস্থিতি বেগতিক দেখে এবং ক্রমবর্ধমান জনরোষের মুখে পড়ে বিজেপি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়।
তুষার আপট ওই শিক্ষা প্রতিষ্ঠানের সচিব ছিলেন, যেখানে অক্ষয় শিন্ডে নামক এক ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করেছিল। এই মামলায় আপটের বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে আগেই পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছেন।
তালিকায় আপটের নাম দেখে কড়া প্রতিক্রিয়া জানায় বিরোধী দলগুলো। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাকপাল বলেন, “বিজেপির আসল মুখ আবারও জনগণের সামনে উন্মোচিত হয়েছে। যারা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান দেয়, তারাই বারবার ধর্ষণ মামলার আসামিদের পুরস্কৃত করে এবং সুরক্ষা দেয়।” তিনি ২০১৭ সালের উন্নাও মামলা এবং অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। এমনকি রাজ ঠাকরের দল এমএনএস বড় ধরণের আন্দোলনের হুমকি দেয়।
প্রাথমিকভাবে স্থানীয় বিজেপি নেতারা এই নিয়োগের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, আপত একজন স্বনামধন্য ট্রাস্টি এবং দলে তাঁর বড় অবদান রয়েছে। কিন্তু বিতর্ক চরমে পৌঁছালে মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে জানান, তুষার আপত পদত্যাগ করেছেন। তিনি আরও যোগ করেন, যারা আপতের নাম প্রস্তাব করেছিল তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে এবং নারী নিরাপত্তার বিষয়ে বিজেপি কোনও আপস করবে না।
বদলপুরের এই ঘটনা মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিরোধীদের দাবি, এই পদক্ষেপ প্রমাণ করে যে বর্তমান সরকারের অধীনে নারীরা নিরাপদ নন। তবে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে বিজেপি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও সাধারণ মানুষের মনে তা গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।








