BREAKING:
এই প্রথম বৈঠকে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা ‘জিরামজি’ বাতিল করে ‘মনরেগা’ ফেরাতে কেন্দ্রকে রাহুল-খাড়গের চ্যালেঞ্জ আজ লজিকাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড তালিকা প্রকাশ ২৬ কোটি ডলার বকেয়া, হু ছাড়ল আমেরিকা মটরশুঁটির উপকারিতা পৃথিবীর শেষ প্রান্তের গ্রাম অনন্য কথাকার সৈয়দ রেজাউল করিম প্রাক্তন গোয়েন্দাকর্তা লিখেছেন ৭০টি বই নেতাজির ১২৯তম জন্মবার্ষিকীতে আমতায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ইন্দাস থানার বড় সাফল্য: ৮০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার এক নেতাজী জন্মজয়ন্তীতে ইন্দাসে পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ: নতুন পয়গামে ৮৬ লক্ষ টাকায় পাকা রাস্তা নির্মাণে খুশি গ্রামবাসী জামালপুরে মহাসমারোহে পালিত হলো বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে সুভাষগ্রামে নেতাজির জন্মদিবসে পরাক্রম দিবস উদযাপন বন্ধ ডাইমেনশন কারখানা পুনরায় চালুর উদ্যোগে শ্রমিক নেতা মহম্মদ ওয়েস রেলের বৈঠকে জয়নগর লোকাল-সহ একাধিক দাবি তুললেন বিধায়ক বিশ্বনাথ দাস সাগরদিঘীতে লহাজেলা ক্যানেলের উপর নতুন সেতুর শিলান্যাস, খুশি এলাকাবাসী রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আশা কর্মীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে জয়নগরে ধিক্কার দিবস পালন এসআইআর-এর বিরুদ্ধে খণ্ডঘোষে মিছিল ও পথসভা এসআইআর ভোগান্তির প্রতিবাদে রাজনগর ব্লক অফিসে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির ডেপুটেশন পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহার সরেজমিন পরিদর্শন এসআইআর সংক্রান্ত হয়রানির অভিযোগে কালিয়াচক-১ ব্লক বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল সাড়ে চার বছরের এক শিশুর। ঘটনায় উত্তেজনা! বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহে স্কলার্স অ্যাকাডেমির ২০ বছরের গৌরবময় পথচলা প্রত্যয় সাহিত্য পরিষদের সাহিত্য সভা ও সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত ইন্দপুরে পাশাপাশি দুই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য ওন্দায় বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগ, পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার দাবি এসআইআর নিয়ে কবিতার বই লিখলেন মুখ্যমন্ত্রী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মমতা এসআইআর: মানুষের হয়রানিতে প্রশ্নবিদ্ধ কমিশনের নিরপেক্ষতা এক বছরে ২৫ লক্ষাধিক মানুষকে বিতাড়িত করেছেন ট্রাম্প অতিরিক্ত রাত জাগার ক্ষতি অপূরণীয় অভিষেকের ভূয়সী প্রশংসায় মদন মিত্র নন্দীগ্রাম জল্পনায় তুঙ্গে রাজ্য রাজনীতি রাজ্যের শিল্পে ২৫০০ কোটি ঋণে দ্রুত অনুমোদন এডিবি-র অনুদানে মিলল কেন্দ্রের সবুজ সংকেত পার্লামেন্টে চালু হচ্ছে ডিজিটাল হাজিরা দেরিতে এলে কাটা যাবে সাংসদের বেতন কারাগারে প্রেম, দুই কয়েদির বিয়ে গ্রীনল্যান্ডে সবুজ সংকেত কে দিল? যাত্রী নিরাপত্তায় রেলের প্রথম রোবট মুম্বই পুরসভায় বিজেপি ও উদ্ধব জোটের গুঞ্জন, কোণঠাসা একনাথ শিন্ডে নগর জীবন: ভীড়ের মাঝেও একা মানুষ ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজও ভরসার নাম অভিষেক শর্মা সন্তোষ ট্রফিতে আজ উত্তরাখণ্ডের মুখোমুখি বাংলা উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া এই প্রথম দেখল মানুষ ট্রাম্পের এক বছর বাজি ও ডিগবাজি নির্বাচনী ব্যবস্থার উপর গণতন্ত্রের প্রভাব রুশ তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি আমেরিকার কাশ্মীরে সাংবাদিকদের পুলিশি তলব ও হলফনামায় বাধ্য করার অভিযোগ লম্ফঝম্পই সার, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে বাংলাদেশ রঞ্জিতে আজ আবার নামছে বাংলা, ঘরোয়া ক্রিকেটে আজ দেখা যাবে গিল, জাদেজাদেরও সন্তোষ ট্রফি, চ্যাম্পিয়নের মতোই শুরু বাংলার অভিষেকের ব্যাটে উড়ে গেল নিউজিল্যান্ড রাজারহাটে শিশু-কিশোর উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত কলকাতার রঙ আজ বেগুনি, প্রশ্ন ন্যায্যতার কাবিলপুর হাই স্কুলে ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৫ দিনের মধ্যেই ফেটে চৌচির ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর রাস্তা, দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য সোনামুখীতে দাবি আদায়ে রাজ্যজুড়ে আশা কর্মীদের আন্দোলন, ইন্দাস থানার সামনে পথ অবরোধ অনলাইন লেনদেন অ্যাপের কর্মীদের বিরুদ্ধে টাকা জালিয়াতির অভিযোগ, চুঁচুড়ায় তীব্র চাঞ্চল্য এসআইআর-এর চাপেই মৃত্যু? বড়ঞায় পঞ্চায়েত সদস্যের প্রয়াণে চাঞ্চল্য বড়জোড়া চৌমাথা মোড়ে আশা কর্মীদের বিক্ষোভ চারদিন পর সুন্দরবনের নদী থেকে উদ্ধার নিখোঁজ পর্যটকের দেহ কর্মরত মায়েদের জন্য ডে-কেয়ার: অধিকার নাকি বিলাসিতা? এসআইআর: সুপ্রিম-পর্যবেক্ষণ স্পষ্ট, ভোটার তালিকা খেয়ালখুশির বিষয় নয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে জেলাশাসকের কাছে স্মারকলিপি তৃণমূলের বসিরহাটে এস আই আর ‘হেয়ারিং’-এর নামে চরম হয়রানি সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় জয়নগরের মেয়েদের উজ্জ্বল সাফল্য সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র ও আজকের বিশ্ব সুপ্রিম-নির্দেশে বাড়ছে ভোটার তালিকা সংশোধনের সময় বসিরহাট মালিতিপুর হাই স্কুল-এ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আইএসএফ ও আশাকর্মীদের কর্মসূচি ‘মিছিল নগরী’তে চাক্কাজ্যামে চরম দুর্ভোগ ইসলামপুরে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে বাংলা পক্ষের স্মারকলিপি আল্লাহতায়ালা করুণাময়, ক্ষমাশীল চকতাজপুর গার্লস মাদ্রাসায় নবী দিবস রাজনগরের লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন, বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা পিছিয়েপড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর ড. ইসমাইল বারাণসীর পবিত্র ঘাটে বুলডোজার, কাঠগড়ায় বিজেপি পৃথিবীর শেষ শহর ইন্দো-ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ইঙ্গিত রাস্তায়, জলে, দুর্নীতিতে মরছে মানুষ নয়ডা কাণ্ডে বিজেপিকে তুলোধনা রাহুল গান্ধীর নাগপুরে আজ সম্মান পুনরুদ্ধারে নামছে টিম ইন্ডিয়া শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক ওকস্ এসআইআর: কোচবিহারে জমিয়তে উলামার ডেপুটেশন রায়গঞ্জে আইন সচেতনতা কর্মসূচি: নাটক, বিশেষজ্ঞ বক্তৃতা ও আউটরিচ কার্যক্রমে জোর এসআইআর হিয়ারিং-এর নামে হয়রানির অভিযোগে খণ্ডঘোষে সিপিআইএমের মিছিল জয়নগরে বিডিওদের কাছে বিএলওদের অব্যাহতির আবেদন ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, ইন্দাস বিডিও অফিস ঘেরাও এক বিদ্যালয়ে ছাত্রী ছয়জন, শিক্ষিকা তিনজন ইসলামপুরে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে বাংলা পক্ষের স্মারকলিপি মালদায় আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতার সূচনা; অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন কালিয়াচক কলেজ পড়লে পড়ো, না হয় গাছে চড়ো ক্ষুদ্র শিল্পের প্রসারে কেন্দ্রকে কাউন্সিল গড়ার প্রস্তাব হাটজনবাজার ওভারব্রিজ ঘিরে বিতর্ক, রাজনৈতিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ও উদ্বোধনের আগেই যান চলাচলের অভিযোগ এসআইআর আতঙ্কে আবারও প্রাণহানি, রামপুরহাটে আত্মঘাতী যুবক স্ত্রীকে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নোটিস, করিমপুরে আতঙ্কে আত্মঘাতী গৃহ শিক্ষক, নির্বাচন কমিশনকেই দায়ী করল পরিবার বাংলাদেশকে ‘ডেডলাইন’ আইসিসির ডব্লুপিএল: ৫ ম্যাচে ৫ জয়, প্লে অপে বেঙ্গালুরু ছুটছে রয়্যাল সিটির অশ্বমেধের ঘোড়া, আজ পরীক্ষা ব্যারেটোর দলের নাটকীয় জয় সেনেগালের! রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহতাব, বিএসএলে দল তুললো সুন্দরবন লজ্জার ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, দাম পেল না কোহলির শতরান ইন্দোরে আজ মরণবাঁচন ম্যাচে দলে হয়তো অর্শদীপ সিং ভারত-বাংলাদেশ ছোটদের ম্যাচেও ‘হ্যান্ডশেক-বিতর্ক’।

মটরশুঁটির উপকারিতা

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:৫৯ | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
মটরশুঁটি প্রোটিন, ফাইবার এবং পুষ্টির এক চমৎকার উৎস। এটি খেতেও বেশ সুস্বাদু। শীতের মরশুমে মটরশুঁটি পাওয়া যায়। যদিও মটরশুঁটি আদতে সবজি নয়, এটি শিম জাতীয়। ছোলা, মসুর ডাল, এবং চিনাবাদামের মতো একই পরিবারের অন্তর্ভুক্ত মটরশুঁটি। তবুও, বেশিরভাগ মানুষ মটরশুঁটিকে সবজি হিসেবে গণ্য করে।

নতুন পয়গাম: মটরশুঁটি প্রোটিন, ফাইবার এবং পুষ্টির এক চমৎকার উৎস। এটি খেতেও বেশ সুস্বাদু। শীতের মরশুমে মটরশুঁটি পাওয়া যায়। যদিও মটরশুঁটি আদতে সবজি নয়, এটি শিম জাতীয়। ছোলা, মসুর ডাল, এবং চিনাবাদামের মতো একই পরিবারের অন্তর্ভুক্ত মটরশুঁটি। তবুও, বেশিরভাগ মানুষ মটরশুঁটিকে সবজি হিসেবে গণ্য করে।
মটরশুঁটির পুষ্টিগুণ নির্ভর করে কীভাবে তা রান্না বা খাবার জন্য প্রস্তুত করা হয়, তার উপর। যেমন মাখন বা তেল দিয়ে মটরশুঁটি রান্না করলে চর্বি বৃদ্ধি পায়। তাই ভাজা বা সিদ্ধ করার চেয়ে ভাপিয়ে বেশি পুষ্টি সংরক্ষণ করা যায়। তবে ভাজা বা রান্না না করেও কাঁচা মটরশুঁটি খাওয়া যায়। লবণ ছাড়া এক কাপ সিদ্ধ মটরশুঁটিতে ১৩৪ ক্যালোরি থাকে।
প্রতি কাপ মটরশুঁটিতে ৮ গ্রাম প্রোটিন থাকে। এটি উদ্ভিজ্জ প্রোটিনের এক দুর্দান্ত উৎস। যারা নিরামিষ খাবার পছন্দ করেন, তাদের জন্য মটরশুঁটি প্রোটিনের একটি ভাল উৎস হতে পারে। মটরশুঁটির প্রোটিন প্রাণীজ প্রোটিনের তুলনায় সহজপাচ্য বা হজম করা সহজ। প্রোটিন হল এক গুরুত্বপূর্ণ ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা পেশী, টিস্যু এবং অঙ্গ তৈরি এবং মেরামত করে। চুল, ত্বক, হাড় এবং পেশী গঠন করে। হরমোন এবং এনজাইম নিয়ন্ত্রণ করে। শক্তি সরবরাহ করে।
এক কাপ রান্না করা মটরশুঁটিতে প্রায় ৯ গ্রাম ফাইবার থাকে। এই ফাইবারের বেশিরভাগই অদ্রবণীয় হওয়ায় উপকারী। প্রতিদিন পর্যাপ্ত ফাইবার গ্রহণ করলে যন্ত্রণাদায়ক কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায়। উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত ফাইবার বা আঁশ প্রাকৃতিকভাবে অন্ত্রের স্বাস্থ্যেরও উন্নতি করতে পারে।
প্রোটিন এবং ফাইবার ভাঙতে শরীর বেশি সময় নেয়, তাই নিয়মিত মটরশুঁটি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর উপায়ে ওজন অর্জন করতে বা বজায় রাখতে সাহায্য করে। উচ্চ প্রোটিন, উচ্চ ফাইবারযুক্ত খাবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। যে কারণে বাড়তি খাবার খাওয়ার আকাঙ্ক্ষা কমে আসে।
মটরশুঁটি উদ্ভিদভিত্তিক ফাইটো নিউট্রিয়েন্ট এবং পলিফেনলে ভরা। এই পুষ্টিগুলো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সুবিধা প্রদান করে। অ্যান্টিঅক্সিডেন্ট হল শরীরের ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে প্রতিরক্ষা, যা কোষ এবং টিস্যুকে ক্ষতি করতে পারে। ফ্রি র্যা ডিকেলের কারণে হৃদরোগ, ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকি বাড়াতে পারে।
মটরশুঁটিতে লুটেইন এবং জিএক্সানথিনও বেশি থাকে। এই ক্যারোটিনয়েডগুলো মটরশুঁটিকে উজ্জ্বল সবুজ রঙ দেয়। গবেষণায় দেখা গেছে, লুটেইন এবং জিএক্সানথিন ক্ষতিকারক নীল আলো থেকে রক্ষা করে, যা দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder