বিতর্কিত নাজমুল ইসলামকে বহিষ্কার করলো বিসিবি
নতুন পয়গাম ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে সমস্যা যেন পিছু ছাড়ছে না। ঘরে-বাইরে সমস্যায় জর্জরিত সেদেশের ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেটারদের নিয়ে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তাঁর পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব।কাল দুপুরের মধ্যে সময়ও বেঁধে দেওয়া হয়। তবে নাজমুল পদত্যাগ করেননি, ক্রিকেটাররাও দুপুর ১টায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন। এরপর বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তাঁরা। এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানায়। সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়- সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও খেলোয়াড়দের আরও দাবি- নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।যেটাতে বিসিবি সায় দেয়নি।








